TRENDING:

বান্ধবগড়ের গভীরে রয়্যাল বেঙ্গলের আরণ্যক রহস্য, ‘বজরঙ্গ’-এর মুখোমুখি সপরিবার রবিনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বান্ধবগড় : মেয়ে রাশা এবং স্বামী অনিল থাডানির সঙ্গে জঙ্গলসফরে গিয়েছিলেন রবিনা টন্ডন ৷ মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানে কাটল তাঁদের আরণ্যক অবসর ৷ বাঘের ডেরায় আনাচে কানাচে ঘোরার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রবিনা ৷ লিখেছেন, ‘আপনি যখন প্যাশনকে অনুসরণ করেন, তখন নিজের স্বপ্ন ঘিরে বাঁচতে শুরু করেন ৷’
advertisement

বান্ধবগড়ের গহীনে রবিনা ও তাঁর মেয়ে পেশাদার আলোকচিত্রীর মতোই ছবি তুলেছেন ৷ স্বয়ং রয়্যাল বেঙ্গল টাইগার ধরা দিয়েছে তাদের ক্যামেরায় ৷ বাঘদর্শনের সৌভাগ্য থেকে বঞ্চিত হননি এই তারকা পরিবার ৷

বান্ধবগড়ে যে বাঘটির সঙ্গে দেখা হয়েছিল রবিনার পরিবারের, তার নাম ‘বজরঙ্গ’ ৷ শুঁড়িপথ পেরিয়ে জঙ্গলের এক দিক থেকে অন্য দিকে যাওয়ার পথে ফ্রেমবন্দি হয় বজরঙ্গ ৷

advertisement

রবিনা লিখেছেন, বন্যপ্রাণকে বাঁচানোর জন্য গাড়িচালকদের আরও সতর্ক হতে হবে ৷ বিভিন্ন রাজ্যের সরকার ও প্রশাসনের কাছে তাঁর আর্জি, গাছ কাটা বন্ধ করে বন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীদের চলাচল আরও নিশ্চিত করতে হবে ৷ রবিনার পোস্টে বন ও বন্যপ্রাণীদের প্রতি সমবেদনা স্পষ্ট ৷

advertisement

কাজের ক্ষেত্রে রবিনা অপেক্ষা করছেন তাঁর আগামী ছবি ‘কেজিএফ:চ্যাপ্টার টু’-র জন্য ৷ এ ছাড়া ‘আরণ্যক’ সিরিজ দিয়ে এই প্রথম ওটিটি দুনিয়ায় পা রাখছেন রবিনা ৷ তার আগে বাস্তব জীবনেও তিনি অরণ্যজীবনের স্বাদ পেলেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

প্রসঙ্গত টালিগঞ্জের অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীও কিছুদিন হল সপরিবার বান্ধবগড় থেকে ঘুরে এসেছেন ৷ বাঘদর্শনের ভাগ্য তাঁদেরও সুপ্রসন্ন ছিল ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বান্ধবগড়ের গভীরে রয়্যাল বেঙ্গলের আরণ্যক রহস্য, ‘বজরঙ্গ’-এর মুখোমুখি সপরিবার রবিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল