কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন রশ্মিকা৷ পোশাকের ডিপ নেকলাইনের মাঝে স্পষ্ট বক্ষ বিভাজিকা৷ কিন্তু ওই ভিডিও যে আসল নয়, এতক্ষণে তা সকলে জেনে গিয়েছেন৷ কিন্তু ভিডিওর আসল তরুণী নাম জারা প্যাটেল৷ জারা একজন ব্রিটিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর অসংখ্য ফলোয়ার৷
আরও পড়ুন: কেকে মাখামাখি ছোট্ট হাত! প্রথম জন্মদিনে মেয়ের ছবি নিজেই প্রকাশ্যে আনলেন মা আলিয়া!
advertisement
সূত্রের খবর অনুযায়ী সোশ্যাল মিডিয়ার বায়ো অনুযায়ী, জারা পেশায় একজন ইঞ্জিনিয়ার৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৪০০K-এরও বেশি৷
রশ্মিকার ডিপ ফেক ভিডিওকে কেন্দ্র করে সরব অমিতাভ বচ্চনও৷ তিনি এমন ঘটনার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান৷ ঘটনায় মর্মাহত রশ্মিকা৷
তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন,‘‘ আমার রীতিমতো ভয় করছে। তবে এটা শুধু আমার জন্য ভীতিকর নয়, আমাদের প্রত্যেকের জন্যও এটা খুব খারাপ একটা বার্তা বয়ে আনছে। প্রযুক্তির অপব্যবহারের কারণে এত ঝুঁকিতে বাড়ছে।’’