Alia Bhatt: কেকে মাখামাখি ছোট্ট হাত! প্রথম জন্মদিনে মেয়ের ছবি নিজেই প্রকাশ্যে আনলেন মা আলিয়া!

Last Updated:

মেয়ের প্রথম জন্মদিনে তাঁর বেশ কিছু মিষ্টি ছবি সমাজমাধ্যমের পাতায় নিজেই শেয়ার করলেন আলিয়া, সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর ‘ছোট্ট বাঘ’কে৷

কখনও কচি হাতে কেক মাখা, কখনও হাতে ফুল৷ আলিয়া ইনস্টাগ্রাম জুড়ে শুধুই রাহা৷ এক বছরে বয়স হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কন্যার৷ মেয়ের প্রথম জন্মদিনে তাঁর বেশ কিছু মিষ্টি ছবি সমাজমাধ্যমের পাতায় নিজেই শেয়ার করলেন আলিয়া, সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর ‘ছোট্ট বাঘ’কে৷
প্রথম ছবিতে দেখা যাচ্ছে হাতে কেক মাখামাখি রাহার৷ দ্বিতীয় ছবিতে গোলাপি রঙের পোশাকে সেজে একরত্তি৷ হাতে গাঁদা ফুল৷ ছোট্ট রাহার হাত ছুঁয়ে আছে মা আলিয়া এবং বাবা রণবীরের হাত৷
advertisement
তৃতীয় ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশী একটি মিউজিক বক্স বা গানের বাক্স ধরে রয়েছেন রণবীর আলিয়া৷ তা থেকে ভেসে আসছে ‘লা ভিয়ে এন রোজ’-এর সুর৷ যদিও কোনও ছবিতেই মেয়ের মুখ সামনে আনেননি অভিনেত্রী৷
advertisement
advertisement
মেয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে আলিয়া একটি গানের কয়েকটি লাইনে মনের কথা লিখেছেন রণবীর ঘরনি৷ ‘‘আমাদের আনন্দ, আমাদের জীবন, আমাদের আলো.. এই তো কয়েকদিন আগেও তুমি আমার যখন আমার গর্ভে পা ছুড়ছিলে, আমরা এই গানটা করেছিলাম৷ তোমাকে পেয়ে আমরা ধন্য৷ প্রতিটা দিন তোমার জন্য কেকের মতো মিষ্টি লাগে৷ শুভ জন্মদিন ছোট্ট বাঘ৷ তোমাকে প্রচুর ভালবাসি৷’’
advertisement
রাহার ১ বছরের জন্মদিনে তাকে শুভেচ্ছা ঠাকুমা নীতু কাপুর এবং দিদিমা সোনি রাজদানও৷ নাতনিকে ‘প্রেসিয়াস ডল’ বা দামি পুতুল বলেছেন তিনি৷ অন্যদিকে দিদিমা সোনি রাজদান কল্পনাই করতে পারছেন না ছোট্ট নাতনির বয়স এক বছর হয়ে গেল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt: কেকে মাখামাখি ছোট্ট হাত! প্রথম জন্মদিনে মেয়ের ছবি নিজেই প্রকাশ্যে আনলেন মা আলিয়া!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement