Alia Bhatt: কেকে মাখামাখি ছোট্ট হাত! প্রথম জন্মদিনে মেয়ের ছবি নিজেই প্রকাশ্যে আনলেন মা আলিয়া!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মেয়ের প্রথম জন্মদিনে তাঁর বেশ কিছু মিষ্টি ছবি সমাজমাধ্যমের পাতায় নিজেই শেয়ার করলেন আলিয়া, সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর ‘ছোট্ট বাঘ’কে৷
কখনও কচি হাতে কেক মাখা, কখনও হাতে ফুল৷ আলিয়া ইনস্টাগ্রাম জুড়ে শুধুই রাহা৷ এক বছরে বয়স হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কন্যার৷ মেয়ের প্রথম জন্মদিনে তাঁর বেশ কিছু মিষ্টি ছবি সমাজমাধ্যমের পাতায় নিজেই শেয়ার করলেন আলিয়া, সেই সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর ‘ছোট্ট বাঘ’কে৷
প্রথম ছবিতে দেখা যাচ্ছে হাতে কেক মাখামাখি রাহার৷ দ্বিতীয় ছবিতে গোলাপি রঙের পোশাকে সেজে একরত্তি৷ হাতে গাঁদা ফুল৷ ছোট্ট রাহার হাত ছুঁয়ে আছে মা আলিয়া এবং বাবা রণবীরের হাত৷
আরও পড়ুন: ‘চন্না মেরেয়া’… একই মঞ্চে রণবীর-অরিজিৎ! আপ্লুত নায়ক কী করলেন, দেখুন মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও
advertisement
তৃতীয় ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশী একটি মিউজিক বক্স বা গানের বাক্স ধরে রয়েছেন রণবীর আলিয়া৷ তা থেকে ভেসে আসছে ‘লা ভিয়ে এন রোজ’-এর সুর৷ যদিও কোনও ছবিতেই মেয়ের মুখ সামনে আনেননি অভিনেত্রী৷
advertisement
advertisement
মেয়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে আলিয়া একটি গানের কয়েকটি লাইনে মনের কথা লিখেছেন রণবীর ঘরনি৷ ‘‘আমাদের আনন্দ, আমাদের জীবন, আমাদের আলো.. এই তো কয়েকদিন আগেও তুমি আমার যখন আমার গর্ভে পা ছুড়ছিলে, আমরা এই গানটা করেছিলাম৷ তোমাকে পেয়ে আমরা ধন্য৷ প্রতিটা দিন তোমার জন্য কেকের মতো মিষ্টি লাগে৷ শুভ জন্মদিন ছোট্ট বাঘ৷ তোমাকে প্রচুর ভালবাসি৷’’
advertisement
রাহার ১ বছরের জন্মদিনে তাকে শুভেচ্ছা ঠাকুমা নীতু কাপুর এবং দিদিমা সোনি রাজদানও৷ নাতনিকে ‘প্রেসিয়াস ডল’ বা দামি পুতুল বলেছেন তিনি৷ অন্যদিকে দিদিমা সোনি রাজদান কল্পনাই করতে পারছেন না ছোট্ট নাতনির বয়স এক বছর হয়ে গেল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 6:39 PM IST