Arijit Singh-Ranbir Kapoor: ‘চন্না মেরেয়া’... একই মঞ্চে রণবীর-অরিজিৎ! আপ্লুত নায়ক কী করলেন, দেখুন মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
চণ্ডিগড়ে শো করছিলেন অরিজিৎ সিং৷ অরিজিতের গান চলার মাঝে হঠাৎই মঞ্চে উঠে এলেন রণবীর কাপুর
চণ্ডিগড়ে শো করছিলেন অরিজিৎ সিং৷ অরিজিতের গান চলার মাঝে হঠাৎই মঞ্চে উঠে এলেন রণবীর কাপুর৷ গায়ক এবং নায়কের যুগলবন্দি মন কেড়ে নিয়েছে ভক্তকুলের৷ মুহুর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিও৷
মঞ্চে উঠেই শিল্পীর প্রতি সম্মানে মঞ্চেই প্রণাম করেন রণবীর৷ একই ভাবে মাথা ঝোঁকান অরিজিতও। একে অপরের প্রতি শ্রদ্ধায় দর্শকাসনে তখন আবেগের বন্যা। দু’জনে দু’জনকে জড়িয়ে ধরলেন। হাততালি আর উল্লাসে মাতোয়ারা গোটা হল।
advertisement
advertisement
একই মঞ্চে অরিজিৎ এবং রণবীর। তাই ‘চন্না মেরেয়া’-তো হবেই। অরিজিতের গানের সঙ্গে নাচলেন রণবীর৷ আবার কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে রণবীরের ছবি ‘অ্যানিম্যাল’৷
এই ছবির জন্য একটি গান ‘সতরঙ্গা’ সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ সেই গানও শোনা গেল অরিজিতের গলায়৷ ডিসেম্বরে মুক্তি ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ ভাঙ্গা রেড্ডির পরিচালনায় অ্যানিম্যাল৷ এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধবেন রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 3:49 PM IST