শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রশ্মিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে বিষয়টি ছিল শুধুই কানাঘুষো। তবে শনিবার বিজয় দেবরেকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয় যে এই সুখবর আর গুজব নয়, সত্যিই বাগদান সেরেছেন তাঁরা।
advertisement
৩ অক্টোবর বিজয় দেবরেকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে। যেহেতু পুরো অনুষ্ঠান চুপিচুপি হয়েছে, তাই এখনও বাগদানের কোনও ছবি প্রকাশ করা হয়নি। এই কারণেই ভক্তরা দুই তারকার তরফে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বিজয় এবং রশ্মিকার ২০১৮ সালের সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’ একসঙ্গে কাজ করেন এবং পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করার পর দুজনের সম্পর্কের চর্চা তীব্রতর হয়েছিল। আগামিতে হরর কমেডি ছবি ‘থিমা’-তে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। ছবিতে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল। ছবিটি ২০২৫ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিজয় দেবেরাকোন্ডাকে সম্প্রতি গৌতম তিন্নানুরির ছবি ‘কিংডম’-এ দেখা গিয়েছিল।