TRENDING:

Rashmika Mandanna And Vijay Deverakonda Engaged: একসময়ের জাতীয় ক্রাশ রশ্মিকার সঙ্গে এনগেজমেন্ট সারলেন আরেক জাতীয় ক্রাশ বিজয়! সব জল্পনার অবসান, বিয়ে কবে দুই তারকার?

Last Updated:

Rashmika Mandanna And Vijay Deverakonda Engaged: ৩ অক্টোবর বিজয় দেবরেকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সব জল্পনার অবসান। অবশেষে বাগদান সারলেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরেকোন্ডা। বিনোদনজগতে খবর, ইতিমধ্যেই নাকি বাগদান সেরেছেন তারকা জুটি। যদিও এখনও সরাসরি নিজেদের বাগদান বা বিয়ে নিয়ে মুখ খোলেননি দুই তারকাই।
রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরেকোন্ডা
রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরেকোন্ডা
advertisement

শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রশ্মিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে বিষয়টি ছিল শুধুই কানাঘুষো। তবে শনিবার বিজয় দেবরেকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয় যে এই সুখবর আর গুজব নয়, সত্যিই বাগদান সেরেছেন তাঁরা।

আরও পড়ুন: নারী নিরাপত্তায় দেশের সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা, দাবি NCRB-র, অপরাধ প্রবণতায় প্রথম ৩ শহরের নাম জানলে চমকাবেন!

advertisement

৩ অক্টোবর বিজয় দেবরেকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে। যেহেতু পুরো অনুষ্ঠান চুপিচুপি হয়েছে, তাই এখনও বাগদানের কোনও ছবি প্রকাশ করা হয়নি। এই কারণেই ভক্তরা দুই তারকার তরফে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশের তারকা কুকুর সন্টুর মৃত্যুর পর প্রথম পুজো, সমাধিতে নতুন জামা-ফুল রেখে হাউ হাউ কান্না পরিবারের! ভিডিও পোস্ট হতেই ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বিজয় এবং রশ্মিকার ২০১৮ সালের সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’ একসঙ্গে কাজ করেন এবং পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করার পর দুজনের সম্পর্কের চর্চা তীব্রতর হয়েছিল। আগামিতে হরর কমেডি ছবি ‘থিমা’-তে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। ছবিতে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল। ছবিটি ২০২৫ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিজয় দেবেরাকোন্ডাকে সম্প্রতি গৌতম তিন্নানুরির ছবি ‘কিংডম’-এ দেখা গিয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rashmika Mandanna And Vijay Deverakonda Engaged: একসময়ের জাতীয় ক্রাশ রশ্মিকার সঙ্গে এনগেজমেন্ট সারলেন আরেক জাতীয় ক্রাশ বিজয়! সব জল্পনার অবসান, বিয়ে কবে দুই তারকার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল