Bigg Boss OTT শোয়ে প্রবেশের আগে আপনার অনুভূতি কী রকম?
আমি ভীষণ চুপচাপ। আমি সমাজের গতির সঙ্গে গা ভাসিয়ে চলতে পছন্দ করি। তাই আমি বিশেষ কিছু ভাবছি না। আমি এর আগে বিগ বসের কোনও শো দেখিনি। আমি সম্পূর্ণ খালি স্লেট নিয়ে ঢুকছি। তারপর যা হবে দেখা যাবে। তবে আমি ভীষণ উৎসাহী এই শো নিয়ে।
advertisement
মানসিক ভাবে কতটা প্রস্তুতি নিয়েছেন এই শো নিয়ে?
অতিমারী আমাদের সকলেই প্রস্তত করে দিয়েছে। সত্যিকারের এতদিন বাড়িতেই ছিলাম, সেটাও বিগ বসের মতই। শুধু ক্যামেরা ছিল না সেখানে। এই পরিস্থিতি সকলকে আত্মনির্ভর হওয়া শিখিয়েছে। পাশাপাশি, মানসিক ভাবেও শক্ত হওয়া শিখিয়েছে। বিগ বস শোতে থাকতে গেলে মানসিক ভাবে শক্ত হতে হবে।
আপনার ওপর সর্বক্ষণ ক্যামেরা নজর রাখবে, এটার জন্য কতটা প্রস্তুত?
আমি ব্যক্তিগত বিষয় সকলের সামনে আনতে পছন্দ করি না। এমনকী আমি মুম্বইয়ের পরিবর্তে পুণেতে থাকি। আমার সুন্দর একটা ঘর আছে। যেখানে সুন্দর সুন্দর পেন্টিং ও স্কাল্পচার রয়েছে। আমি নিজের জন্য ভিসুয়াল আর্ট থেরাপি করি। তাই আমি বহু সময় ধরে অনেক কিছু থেকে দূরে রয়েছি। আমার সামনে দুজনের বেশি মানুষ থাকলেই ভিড় মনে হয়। তাই আমি ভাবছি, এটা আমি কী করে করব? তবে একটা জিনিস যদি তুমি নিজেকে বিশ্বাস করো, তাহলে কোনও কিছু লুকানোর থাকে না। তাই ক্যামেরার সামনে থাকতে আমার অসুবিধা নেই।
আপনার ফ্যানেরা স্ক্রিনে আপনাকে একজন অভিনেতা হিসাবে দেখেছেন, তাহলে এখানে আপনার কোন সত্ত্বা তুলে ধরবেন?
সত্যি বলতে আমি মানুষ হিসাবে আসলে কেমন তাঁরা সেটাই দেখতে পাবে। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ। যাঁরা আমাকে চেনেন তাঁরা জানে আমি খুব চুপচাপ এবং সৃজনশীল। যে কোনও জিনিস নিখুঁত ভাবে করতে পছন্দ করি। এখানেও তেমনটাই করব।