TRENDING:

Ranvir and Konkona: একমাত্র সন্তানের জন্যই কাছে না থেকেও একে অন্যের কাছাকাছি দুই প্রাক্তন

Last Updated:

তিনি বা কঙ্কণা শহর ছেড়ে না গেলে হারুণ এক সপ্তাহ বাবার কাছে, আবার পরের সপ্তাহ থাকে মায়ের সঙ্গে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ব্যবধান আছে, তিক্ততা নেই ৷ বিচ্ছেদের ৬ বছর পরেও সৌজন্য হারায়নি রণবীর-কঙ্কণা সম্পর্ক ৷ একমাত্র সন্তান হারুণের কথা ভেবে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখেছেন দুই তারকা ৷ তাঁরা খেয়াল রেখেছেন যাতে তাঁদের বিচ্ছেদে হারুণ প্রভাবিত না হয় ৷
advertisement

সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, তিনি এবং কঙ্কণা ইচ্ছে করেই বিবাহ-পরবর্তী পরিস্থিতির উপর দমবন্ধ করা কোনও শর্ত চাপিয়ে দেননি ৷ হারুণ যাতে বাবা মা দু’জনকেই পায়, সেদিকে তীক্ষ্ণ নজর আছে তাঁদের ৷ তিনি বা কঙ্কণা শহর ছেড়ে না গেলে হারুণ এক সপ্তাহ বাবার কাছে, আবার পরের সপ্তাহ থাকে মায়ের সঙ্গে ৷

advertisement

সম্পর্কে ফ্লেক্সিবিলিটি রেখেছেন হারুণের কথা ভেবেই ৷ হারুণ একই বাড়িতে তার বাবা মাকে না পেলেও হাতের কাছেই পাচ্ছে দুজনকে ৷ সম্প্রতি হারুণ তার ১০ বছর পূর্তির জন্মদিনও পালন করেছে বাবা মা, দু’জনের সঙ্গেই ৷ জন্মদিন উদযাপনের ছবিও রণবীর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷

দুই অভিনেতা রণবীর এবং কঙ্কণা বিয়ে করেন ২০১০ সালে ৷ ৫ বছর পর বিচ্ছেদ হয়ে যায় ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সেলিংও করিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু বিবাহিত সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় ছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রণবীর কঙ্কণাকে শেষ বার একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবিতে ৷ ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন কঙ্কণাই ৷ জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে এর পর দেখা যাবে তাঁর মা অপর্ণা সেন পরিচালিত ইংরেজি ছবি ‘দ্য রেপিস্ট’-এ ৷ রণবীরের পরবর্তী ছবি ‘মুম্বইকর’ মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই ৷ পাশাপাশি, ‘টাইগার থ্রি’ ছবিতেও অভিনয় করছেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranvir and Konkona: একমাত্র সন্তানের জন্যই কাছে না থেকেও একে অন্যের কাছাকাছি দুই প্রাক্তন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল