TRENDING:

আমাকে বহুবার চুমু খেতে বলা হয়েছিল: রণবীর সিং

Last Updated:

শ্যুটিং শেষ ‘বেফিকরে’ ছবির ৷ শ্যুটিং শেষে প্যারিস থেকে মুম্বইতে ফিরেও গিয়েছেন রণবীর সিং ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শ্যুটিং শেষ ‘বেফিকরে’ ছবির ৷ শ্যুটিং শেষে প্যারিস থেকে মুম্বইতে ফিরেও গিয়েছেন রণবীর সিং ৷ আর শ্যুটিং নিয়ে তিনি জাহিরও করেছেন উচ্ছ্বাস !
advertisement

আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’ ছবি শ্যুটিং শুরু থেকেই চর্চায় ৷ আর এই চর্চার মূলে রয়েছে রণবীর-বাণী কাপুরের একের পর এক চুম্বন ৷ এখনও অবধি ‘বেফিকরে’-এর যে কটা পোস্টার প্রকাশ্যে এসেছে সেই সব ছবিতেই রণবীর চুমু খাচ্ছেন বাণী কাপুরকে ৷ তাই স্বভাবতই, সেই চুম্বন নিয়েই রণবীরের সামনে নানা প্রশ্ন!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে বিন্দাস রণবীর কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছেন চুমু নিয়ে ৷ রণবীর জানিয়েছেন, ‘দারুণ এনজয় করেছি বেফিকরে’র শ্যুটিং ৷ খুব ভালো অভিজ্ঞতা ৷ আর চুমুর ব্যাপার নিয়ে বলতে পারি ৷ আমাকে বহুবার চুমু খেতে বলা হয়েছিল ৷ পরিচালকের কথা তো আর অমান্য করা যায় না ! তাই যতবার বলেছে, ততবার চুমু খেয়েছি !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমাকে বহুবার চুমু খেতে বলা হয়েছিল: রণবীর সিং