আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’ ছবি শ্যুটিং শুরু থেকেই চর্চায় ৷ আর এই চর্চার মূলে রয়েছে রণবীর-বাণী কাপুরের একের পর এক চুম্বন ৷ এখনও অবধি ‘বেফিকরে’-এর যে কটা পোস্টার প্রকাশ্যে এসেছে সেই সব ছবিতেই রণবীর চুমু খাচ্ছেন বাণী কাপুরকে ৷ তাই স্বভাবতই, সেই চুম্বন নিয়েই রণবীরের সামনে নানা প্রশ্ন!
তবে বিন্দাস রণবীর কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছেন চুমু নিয়ে ৷ রণবীর জানিয়েছেন, ‘দারুণ এনজয় করেছি বেফিকরে’র শ্যুটিং ৷ খুব ভালো অভিজ্ঞতা ৷ আর চুমুর ব্যাপার নিয়ে বলতে পারি ৷ আমাকে বহুবার চুমু খেতে বলা হয়েছিল ৷ পরিচালকের কথা তো আর অমান্য করা যায় না ! তাই যতবার বলেছে, ততবার চুমু খেয়েছি !’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2016 8:11 PM IST