বলিউডের প্রথম সারির এই প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক ছবি করেছেন রণবীর। লেডিস ভার্সেস রিকি বহেল, গুণ্ডে, কিল বিল-এর মতো ছবি রয়েছে সেই তালিকায়। এতগুলি বছর ধরে যশরাজ ট্যালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন রণবীর। চলতি বছরে সেই চুক্তির মেয়াদ ফুরিয়েছে। এ বার নতুন পথ চলার পালা। কালেক্টিভ আর্টিস্টস নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা।
advertisement
ইতিমধ্যেই নাকি আগামী দিনের কাজগুলি নিয়ে পরিকল্পনা শুরু করেছে রণবীর। তবে এ বিষযে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেতা।
আরও পড়ুন: 'আলিয়া ও সন্তান ভাল আছে'! সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত ঠাকুমা নীতু কাপুর
আরও পড়ুন: আলিয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত 'দাদু' করণ! পরের ছবির কাস্টিং রেডি, ঠাট্টা নেটিজেনের
চুক্তি শেষ হয়েছে ঠিকই। কিন্তু যশরাজের সঙ্গে রণবীরের সম্পর্ক অমলিন। এই প্রতিষ্ঠানের ছাতার নীচে বলিউডে হাতেখড়ি রণবীরের। তাই বিচ্ছেদের সময়ও জায়গা করে নিতে পারেনি তিক্ততা।
রণবীরকে শেষ বার বড় পর্দায দেখা গিয়েছে যশরাজ ফিল্মসের 'জয়েশভাই জোরদার'-এ। বক্স অফিসে যদিও বিশেষ ভাল ব্যবসা করতে পারেনি ছবিটি। আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।