TRENDING:

Ranveer Singh: ভারতীয় দ্বীপের প্রচারে ভুল ছবি পোস্ট রণবীরের! মলদ্বীপ বিতর্কের জেরে কটাক্ষের শিকার নায়ক

Last Updated:

Ranveer Singh: গালি বয়’ তাঁর প্রচারমূলক পোস্টে ভারতীয় দ্বীপের ছবিই দিতে চেয়েছিলেন কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার পরিবর্তে মলদ্বীপের ছবি দিয়ে ফেলায় কটাক্ষের সম্মুখীন হন। কিন্তু সংশোধন করা সত্ত্বেও নেটিজেনদের মুখ বন্ধ হচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি ভারতীয় দ্বীপ পর্যটনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাত মিলিয়েছেন। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট করে বিপাকে পড়েছেন নায়ক। প্রচারমূলক পোস্টে ভুল করে একটি ভারতীয় দ্বীপের পরিবর্তে মলদ্বীপের একটি ছবি ব্যবহার করে ফেলেছেন। যখন ভারত এবং মলদ্বীপ নিয়ে সদ্য সোশ্যাল মিডিয়ায় যুদ্ধে নেমেছেন নেটিজেনরা, তখনই এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন রণবীর। ফলে এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও ভুল বোঝার সঙ্গে সঙ্গে পোস্টটি মুছে ফেলেন এবং ছবিটি ছাড়াই আবার শেয়ার করেন।
ভারতীয় দ্বীপ পর্যটনের প্রচারের মাঝে ভুল ছবি পোস্ট রণবীরের! মলদ্বীপ বিতর্কের জেরে কটাক্ষ
ভারতীয় দ্বীপ পর্যটনের প্রচারের মাঝে ভুল ছবি পোস্ট রণবীরের! মলদ্বীপ বিতর্কের জেরে কটাক্ষ
advertisement

রণবীর সিং আসলে লাক্ষাদ্বীপের পরিবর্তে মলদ্বীপের ছবি পোস্ট করে ফেলেছিলেন। সম্প্রতি ভারতীয় দ্বীপপুঞ্জে পর্যটনকে প্রচার করতে ময়দানে নেমেছেন তিনি। ‘গালি বয়’ তাঁর প্রচারমূলক পোস্টে ভারতীয় দ্বীপের ছবিই দিতে চেয়েছিলেন কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার পরিবর্তে মলদ্বীপের ছবি দিয়ে ফেলায় কটাক্ষের সম্মুখীন হন। কিন্তু সংশোধন করা সত্ত্বেও নেটিজেনদের মুখ বন্ধ হচ্ছে না।

advertisement

প্রথম তাঁর পোস্ট দেখুন:

রণবীর তাঁর ভুল সংশোধন করে আবার পোস্ট করেছেন তিনি। এবার শুধু ক্যাপশন-সহ আরেকটি পোস্ট করেছেন, ‘এই বছর ২০২৪ সালে চলুন ভারত ঘুরে দেখা যাক। আমাদের সংস্কৃতির অভিজ্ঞতা নিয়েই ২০২৪-কে তৈরি করা যাক। সমুদ্র সৈকত জুড়ে কত কী দেখার রয়েছে। আমাদের দেশের সৌন্দর্যের অঢেল ভাণ্ডার। আসুন ভারতের সৈকতগুলি ঘুরে দেখা যাক। ‘এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ডস’। চলো ভারত ঘুরে দেখা যাক। ’

advertisement

রণবীর এবং তার স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মলদ্বীপে ছুটি কাটাতে যান নিয়মিত। অমিতাভ বচ্চন, শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, সলমন খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, জন আব্রাহাম-সহ অন্যান্য বলিউড সেলিব্রিটিও ‘এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ডস’ হ্যাশট্যাগের সঙ্গে ‘ভিজিট লাক্ষাদ্বীপ ক্যাম্পেইন’-এ যোগ দিয়েছেন।

advertisement

আরও পড়ুন: হাই কি সত্যিই ছোঁয়াচে? এর পিছনে চমকে দেওয়া বৈজ্ঞানিক ব্যাখ্যা! বিশ্বাসই করতে পারবেন না

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ পরিদর্শন করেন এবং তাঁর কিছু ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি ভাইরাল হতেই অনেকে জায়গাটিকে মলদ্বীপের সঙ্গে তুলনা করেছে এবং এটিকে মলদ্বীপের চেয়ে ভাল পর্যটন স্পট বলে দাবি করেছেন। তার পরেই শুরু হয় এক্স-দ্বন্দ্ব।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh: ভারতীয় দ্বীপের প্রচারে ভুল ছবি পোস্ট রণবীরের! মলদ্বীপ বিতর্কের জেরে কটাক্ষের শিকার নায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল