দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের কফি উইথ করণের ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁদের নিয়ে শুরু হয় নানা বিতর্ক। আর তার মধ্যেই শাহরুখের জন্মদিনের পার্টিতে ডিজে-র ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা রণবীর সিংকে। অভিনেতা মিকা সিংয়ের সঙ্গে ডিজে বাজাচ্ছিলেন। শাহরুখের হিট ছবির গান একের পর এক চালিয়ে যাচ্ছিলেন। জওয়ানের ‘জিন্দা বান্দা’, ‘চালেয়া’ থেকে চেন্নাই এক্সপ্রেসের ‘লুঙ্গি ড্যান্স’।
advertisement
আরও পড়ুন: হেমার পরিবার নিয়ে নীরবতা ভাঙলেন সানি দেওল, বললেন, “ওরা আমার…”
তবে বড় চমক ছিল স্ত্রী দীপিকার জন্য তিনি যে গানটি, চালিয়েছিলেন। তিনি ‘আনা মেরে পেয়ার কো না তুম’ এই গান নায়িকাকে উদ্দেশ্য করে চালান। আর সেই সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল।
আরও পড়ুন: ‘ক্ষমা চাওয়ার জন্যও প্রস্তুত থাকুন’! মানেকা গান্ধির অভিযোগের জবাবে ‘হুঙ্কার’ এলভিশের
তবে শুধু দীপিকা-রণবীর নয় করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর-সহ বহু বিখ্যাত বলি-তারকা আর সঙ্গে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি কিং খানের বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন। ছিলেন সলমন থেকে পরিচালক অ্যাটলি এবং বিখ্যাত ক্রিকেটার এমএস ধোনিও উপস্থিত ছিলেন এই পার্টিতে।
