বিরাট-অনুষ্কা থেকে শুরু, তারপর সিদ্ধার্থ-কিয়ারা, কিংবা ভিকি-ক্যাটরিনা বলিউডের সেলেব কাপলদের বিয়ের ভিডিও রীতিমতো চেটেপুটে দেখেছেন নেটিজেনরা৷ মুহূর্তেই হুহু করে হয়েছে ভাইরাল৷ কিন্তু, দীপ-বীরের বিয়ে নিয়ে এতটাই হাশহাশ পরিস্থিতি ছিল, বিয়ের কয়েকটা ছবি ছাড়া তেমন কিছুই দেখার সৌভাগ্য হয়নি৷ তাই, এই ভিডিও যে দীপ-বীরের ফ্যানদের জন্য সেরা চমক, সেকথা বলাই বাহুল্য৷
advertisement
আরও পড়ুন: মাধুরীর হাতে থুথু ফেলেছিলেন আমির! কিন্তু, কেন? অভিনয়ের মাঝেও কথা ছিল বন্ধ
সিন্ধি এবং দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে যে অনুষ্ঠানে৷ ভিডিওটি শুরু হচ্ছে, রণবীর তাঁর বিয়ের অনুষ্ঠানে ‘টোস্ট’ দিচ্ছেন৷ তারপরে দীপ-বীর বিয়ের অনুষ্ঠানের টুকরো ছবি৷ কোথাও রণবীর দীপিকার মেকআপ ঠিক করছেন, তো কোথাও দীপ-বীরের পরিবারের সদস্যেরা তাঁদের সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলছেন৷
আরও পড়ুন: ১ মিনিটের লিপলক, ৪৭টা রিটেক! সেট-এ ঠায় বসেছিলেন মা ববিতা
ভিডিও দেখে করণ জোহরও ইমোশনাল হয়ে পড়েছিলেন৷