‘ডন ৩’ নিয়ে বিতর্কের শেষ নেই। শাহরুখের বদলে কেন রণবীরকে নেওয়া হচ্ছে, তা নিয়ে ক্ষুব্ধ বাদশাপ্রেমীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে, ‘নো শাহরুখ, নো ডন’। শাহরুখ না থাকলে কেউ ডন দেখবেন না। শাহরুখকে নিয়েই ডনের দু’টি ছবি বানিয়েছেন ফারহান। তুমুল সাফল্য দেখেছে ছবিদু’টি।
আরও পড়ুন: আমি ‘ফ্যামিলি ম্যান’-এ সুযোগ পেলাম, আর ক্যানসারে স্ত্রীর মুখই বদলে গেল, এ যেন…: শারিব
আবার শাহরুখকেই ডন হিসেবে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। কিন্তু তাঁদের শখপূরণ হল না। মঙ্গলবার ট্যুইট করে ফারহান জানিয়েছিলেন, শাহরুখকে আর ডন হিসেবে দেখা যাবে না। অন্য এক অভিনেতা এবার তাঁর জায়গা নেবেন। তারপরই বুধবার টিজার প্রকাশ।
নতুন টিজারে ‘ম্যায় হুঁ ডন’-এর সংলাপে এবার নতুন গলা। চেহারা বদল। পরিবর্তন হল আদবকায়দার। কেবল নায়ক নয়, নায়িকা বদলের সংবাদও মিলেছে। রিপোর্ট অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়ার বদলে এবার নাকি কিয়ারা আডবাণীকে রণবীরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। ডনের সহ-প্রযোজক রীতেশ সিধওয়ানির অফিসে তাঁকে দেখা যেতেই গুঞ্জন শোনা যাচ্ছে, রোমা হিসেবে কিয়ারাকেই বেছে নিয়েছেন ফারহান।
পরিচালক আগেই জানিয়েছেন, আগামী ২০২৫ সালে ‘ডন ৩’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দেড় বছরের অপেক্ষার পর রণবীরকে নতুন রূপে দেখবেন দর্শক।