TRENDING:

এক চুমুতেই হিট রণবীর-বাণী

Last Updated:

যশ চোপড়ার ব্যানারে ফের ছবি করছেন রণবীর সিং, সে খবর তো আগেই ছিল ৷ এমনকী, নিজের ট্যুইটারে নতুন ছবি ‘বেফিকর’-এর শ্যুটিং স্টিল আপলোড করে নজর কেড়েছিলেন রণবীর সিং ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যশ চোপড়ার ব্যানারে ফের ছবি করছেন রণবীর সিং, সে খবর তো আগেই ছিল ৷ এমনকী, নিজের ট্যুইটারে নতুন ছবি ‘বেফিকরি’-এর শ্যুটিং স্টিল আপলোড করে নজর কেড়েছিলেন রণবীর সিং ৷ তবে এবার আর শ্যুটিং স্টিল নয়, প্রকাশ্যে এল ‘বেফিকরি’ ছবির পোস্টার ! আর এক পোস্টারে আপাতত বলিউডে গুঞ্জন ফেল দিলেন রণবীর সিং ও বাণী কাপুর ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আদিত্য চোপড়া পরিচালিত নতুন এই রোম্যান্টিক ছবির পোস্টারে দেখা গেল রণবীর সিং, নায়িকা বাণী কাপুরের ঠোঁটে ঠোট রেখে খেয়েছেন ঠোঁটঠাসা চুমু ৷ আর বাণী কাপুরের টুপির মধ্যে লেখা, ‘হু কেয়ারস মাই লাভ !’ আদিত্য চোপড়ার কথায়, ‘বেফিকরি ছবিটি একেবারে হালকা প্রেমের ছবি ৷ এই ছবির গল্পই ইউএসপি ৷ রণবীরকে একেবারে পাওয়া যাবে নতুন অবতারে ৷’ ছবির শ্যুটিং চলছে প্যারিসের নানা জায়গায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এক চুমুতেই হিট রণবীর-বাণী