TRENDING:

Esha Gupta on Ranveer Singh nude Photoshoot: নগ্নছবিতে রণবীরকে বাহবা দর্শকদের! ইশার বেলায় কু-প্রস্তাব

Last Updated:

Esha Gupta on Ranveer Singh nude Photoshoot: ইশা গুপ্তর ছবিতে কমেন্টে একজন ভক্ত বলেছেন, "ফোটোগ্রাফারের আসল মজা"... অপর একজন বলছেন, "আপনি পর্ণ-ছবিতে অভিনয় শুরু করুন৷"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত দু'দিন ধরে সোশ্যাল মিডিয়াজুড়ে একটিই নাম জ্বলজ্বল করছে, রণবীর সিং। বলিউড নায়ক হঠাৎই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এলেন। কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। কয়েকটি ছবিতে একফালি কাপড়ও নেই শরীরে। নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্যই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। আর তাই দেখেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।
advertisement

অভিনেতার ছবি নিয়ে মানুষের নানা ধরনের প্রতিক্রিয়া আসছে। বেশিরভাগ মানুষই তাঁর সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন। কিন্তু যখন কোনও মহিলা বা অভিনেত্রীর সাহসী ফটোগুলির কথা আসে? তখন সেই ছবিগুলির প্রতি সাধারণ মানুষের প্রতিক্রিয়াও কি একই গল্প বলে? এর সবচেয়ে নিখুঁত উদাহরণ হলেন সাহসী এবং সুন্দর অভিনেত্রী এষা গুপ্তা। তিনি প্রায়শই তাঁর সাহসী ছবি শেয়ার করে ইন্টারনেটের পারদ তুঙ্গে তোলেন। কিন্তু এর জন্য তাঁদের প্রশংসিত হতে হয় কম এবং ট্রোলিংয়ের শিকার হতে হয় বেশি৷

advertisement

আরও পড়ুন:  রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে সরব আলিয়া! 'আমি সহ্য করতে পারি না...'

অভিনেত্রী সৌরসেনী মৈত্র সমাজে এই দ্বিচারিতাকে সমর্থন করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন একটি ছবি। যেখানে রণবীর এবং ইশার পোস্টের কমেন্টগুলো বুঝিয়ে দিচ্ছে সমাজের অবস্থান।

advertisement

আরও পড়ুন: 'পাঠান' পোস্টারে দীপিকার ভয়ঙ্কর লুক! নায়িকাকে 'বন্দুক এবং লাবণ্য' বলেছেন শাহরুখ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আসুন আমরা আপনাকে রণবীর সিং এবং এশা গুপ্তার নগ্ন ফটোতে প্রতিক্রিয়া দেখাই, যা আপনাকে দেখাবে যে ভিন্ন লিঙ্গের ক্ষেত্রে একটি একক বিষয়ে মানুষের চিন্তাভাবনা কতটা পরিবর্তিত হয়। ইশা গুপ্তর ছবিতে কমেন্টে একজন ভক্ত বলেছেন, "ফোটোগ্রাফারের আসল মজা"... অপর একজন বলছেন, "আপনি পর্ণ-ছবিতে অভিনয় শুরু করুন৷"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Esha Gupta on Ranveer Singh nude Photoshoot: নগ্নছবিতে রণবীরকে বাহবা দর্শকদের! ইশার বেলায় কু-প্রস্তাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল