তাঁর জীবন যে এতটা বদলে যাবে ভাবেননি রানু(Ranu Mandal Dances to Srivalli song )। সেই সময় পোশাক বদলে যায় রানুর। বহুদিন স্নান করতে না, চুল আঁচড়াতেন না রানু। কিন্তু হঠাৎ করেই পার্লারে গিয়ে নিজেকে বদলে নিয়েছিলেন রানু। কিন্তু সে সব বেশি দিন সইল না তাঁর ভাগ্যে।
এখন তিনি(Ranu Mandal Dances to Srivalli song ) ফের চলে এসেছেন তাঁর রানাঘাটের এক কামড়ার বাড়িতে। যেখানে সামান্য একটা বাল্ব জ্বলে তাঁর ঘরে। বারান্দায় গ্যাস রাখা। তাতেই রান্না সারেন নিজের জন্য। আর পোশাক বলতে নাইটি, গামছা ও হুডি। এই অবস্থায় কেন ফিরতে হল তাঁকে তা জানা নেই। ধরে রাখতে পারেননি তিনি। তবে জনপ্রিয়তা কিন্তু কমেনি। রোজ ভাইরাল হয় তাঁর নানা কাণ্ড।
advertisement
আজকাল রানুর(Ranu Mandal Dances to Srivalli song ) বাড়িতে শুধু ইউটিউবারদের ভিড়। কেউ চলে যাচ্ছেন রানুকে মেক-আপ করে ভিডিও বানাতে। আবার কেউ চলে যাচ্ছেন রানুকে বিয়ে করতে। তারপর মজার ভিডিও বানিয়ে শেয়ার করছেন। সম্প্রতি তেমনই একটি ভিডিও ফের ভাইরাল হয়। আল্লুউ অর্জুন অভিনীত ছবি 'পুষ্পা' এখন দারুণ হিট।
আরও পড়ুন: হট পোশাকে শরীরী আবেদন ! রাইমা সেনের বোল্ড ছবি জোর চর্চায়
এই ছবির গান, 'শ্রীভল্লি' (Ranu Mandal Dances to Srivalli song )এখন গোটা বিশ্ব কাঁপাচ্ছে। ভাষা না বুঝেও গোটা বিশ্বের মানুষ এই গানে নাচছেন। এবার শ্রীভল্লি গানে নেচে ফেললেন রানু মণ্ডলও। গামছা গলায় দিয়ে, হাতে লাঠি নিয়ে নাচলেন তিনি। যা এখন তুমুল ভাইরাল। রানু মণ্ডল 'ঝুকেগা নেহি'!