ভক্তদের অনেকেরই প্রশ্ন, তবে কি প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও সমস্যা হল রণবিজয়ের (Rannvijay Replaced In MTV Roadies)। এই শো-এর মুখ এককথায় রণবিজয় সিং, সেই থেকে অভিনয়ের দুনিয়াতেও জায়গা করেছেন তিনি। সেই রণবিজয়ই এবার থেকে আর নেই রোডিজে? প্রশ্ন তুলেছেন অনেকেই। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে এমটিভি রোডিজের ১৯ তম সিজন। তার আগেই এমন খবরে ভক্তদের একাংশের মন খারাপ।
advertisement
আরও পড়ুন: মেটাভার্সে ঢুকতেই 'গণধর্ষণে'র শিকার ভারতীয় মহিলা, ভার্চুয়াল দুনিয়ায় ভয়ংকর কাণ্ড!
এ বিষয়ে রণবিজয় জানিয়েছেন, 'প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর কোনওরকম গোলমাল বাঁধেনি। কিন্তু দুই তরফ থেকেই বিষয়টা ঠিকঠাক যাচ্ছিল না। আমাদের শিডিউলও খাপ খাচ্ছিল না। ভীষণই দুঃখজনক। সংশ্লিষ্ট চ্যানেলের সঙ্গে আঠেরো বছর ধরে বিভিন্ন শোয়ে কাজ করেছি। আমার এই যাত্রাপথের সাফল্যের চাবিকাঠির কাজ করেছে চ্যানেল। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্যা নেই।' এরই সঙ্গে জানা গিয়েছে, রোডিজে সঞ্চালক হিসেবে বড় চমক আনতে চলেছে প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: চিড়িয়াখানায় ভালুকের খাঁচায় ৩ বছরের মেয়েকে ছুড়ে দিল মা, তার পর? হাড়হিম ভাইরাল ভিডিও
সূত্রের খবর, রণবিজয় সিংয়ের পরিবর্তে এবার রোডিজে সঞ্চালক হিসেবে দেখা যাবে সোনু সুদকে (Sonu Sood)। তিনিই এই শো-এর সঞ্চালক থেকে মেন্টর, সব দায়িত্বই নাকি সামলাবেন। আরও শোনা যাচ্ছে শো-এর ফর্ম্যাটও অনেকটাই বদলে যাচ্ছে। গ্যাং-লিডার ব্যাপারটাও নাকি এবার থেকে তুলে দেওয়া হবে। চলতি মাসের ১৪ তারিখ থেকে 'রোডিজ'-এর নতুন সিজনের শ্যুটিং শুরু হবে দক্ষিণ আফ্রিকায়।