TRENDING:

OMG! বিনোদন দুনিয়া কাঁপাতে এবার একসঙ্গে আসছে ‘রানি’ ও ‘বকুল’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দু’জনেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় মুখ। এর আগে অন্য ধারাবাহিকে কাজ করেছেন দু’জনেই। সে সময়ও তাঁদের ক্যারিশ্মা ছিল চূড়ান্ত । এতোটা গৌরচন্দ্রিকা টানার হয়তো প্রয়োজন নেই ৷ কেননা এতক্ষণে আপনার বুঝেই গিয়েছেন কাকে নিয়ে কথা হচ্ছে ৷
advertisement

হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে ‘করুণাময়ী রানি রাসমণি’র ‘রানি’আর ‘বকুলকথা’নিয়ে কথা হচ্ছে ৷ অর্থাৎ দীতিপ্রিয়া এবং উষসীই আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ আর থাকবেনই না বা কেন! এই দু’জন অভিনেত্রীই তো এই মুহূর্তে বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন ৷ ‘করুণাময়ী রানি রাসমণি’টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পর থেকেই টিআরপি’র বিচারে এক নম্বর স্থানটি দখল করে নিয়েছিল ৷ সপ্তাহের সপ্তাহ, মাসের পর মাস বাংলার প্রায় প্রতিটি বাড়ির ড্রয়িংরুমে রাজত্ব চালিয়েছে দীতিপ্রিয়া অভিনীত এই ধারাবাহিক ৷

advertisement

দীতিপ্রিয়া রায়ের ইনস্টাগ্রাম পোস্ট ৷

এর কিছুদিন পর শুরু হয় নতুন আরেকটি ধারাবাহিক ৷ নাম ‘বকুলকথা’৷ যেটির প্রধান চরিত্রে অভিনয় করছেন উষসী রায় ৷ তিনি এসেও বুঝিয়ে দেন যে, উষসীও কম যান না কিছুতেই ৷ ধীরে ধীরে টিআরপি টেবিলে কামাল দেখাতে শুরু করে এই ‘ধারাবাহিক’৷ এক নম্বর স্থানটি দখল করে নেয় উষসীর ‘বকুলকথা’৷ এই মুহূর্তে এই ধারাবাহিকটিই টিআরপি রেটিংয়ের শীর্ষে ৷

advertisement

উষসী রায়ের ইনস্টাগ্রাম পোস্ট ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

টিআরপি নিয়ে যতই প্রতিযোগিতা থাকুক না কেন, বাস্তবে কিন্তু গলায় গলায় ভাব এই দুই নায়িকার ৷ মাঝে মধ্যেই তাঁদের দেখা হয় বলে জানিয়েছেন দীতিপ্রিয়া ৷ এবার একসঙ্গে কাজ করছেন তাঁরা ৷ আর সেই কাজের ছবিই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন তাঁরা ৷ যেখানে এক্কেবারে অন্য অবতারে দেখা যাবে তাঁদের ৷ একটি নামী ম্যাগাজিনের জন্য ফোটোশ্যুট করলেন তাঁরা ৷ কেমন লাগল সেই কাজ? দীতিপ্রিয়া ফোনে বললেন, ‘‘কাজটা খুব ভাল হয়েছে ৷ দেখেই সবাই বুঝতে পারবেন৷’’এই মুহূর্তের দুই সেরা টেলি অভিনেত্রী একসঙ্গে ৷ কাজটা দেখার জন্য যে সবাই মুখিয়ে, সে কথা বলাইবাহুল্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
OMG! বিনোদন দুনিয়া কাঁপাতে এবার একসঙ্গে আসছে ‘রানি’ ও ‘বকুল’