সন্দীপ রেড্ডি ভাংড়া পরিচালিত এই ছবিতে রণবীরকে একেবারে নতুন অবতারে দেখা যাবে। ট্রেলার থেকেই স্পষ্ট এই ছবিকে ভীষণ হিংস্রতা ফুটিয়ে তুলেছেন রণবীর। তাঁর আক্রমণাত্মক অভিনয়ের ঝলক ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের।
তবে ছবির স্ক্রিপ্ট হাতে পাওয়ার পরেই ভয়ে বাথরুমে ছুটে চলে গিয়েছিলেন রণবীর। কিন্তু কেন এত ভয় পেয়েছিলেন অভিনেতা? নিজেই জানিয়েছেন সেই কথা।
advertisement
আরও পড়ুন: এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা
রণবীর কথায়, ‘‘ সন্দীপ স্যার যখন আমাকে ছবির গল্পটা বলেন আমার মনে আছে আমি বলেছিলাম, স্যার এক মিনিট। বলেই বাথরুমে চলে গিয়েছিলাম।’’ রণবীর আরও বলেন, ‘‘ আমি চরিত্রটা শুনে রীতিমতো ভয় পেয়েছিলাম। কারণ এমন চরিত্র আমি আগে কখনও করিনি। আমাকে কোনও পরিচালক এমন চরিত্রে ভাবেননি কখনও। তাই আমি সন্দীপ স্যারের কাছে কৃতজ্ঞ।’’
বাথরুমে গিয়ে কী করেছিলেন রণবীর? অভিনেতা জানালেন,‘‘আমি বাথরুমের আয়নার দিকে তাকিয়ে ছিলাম। দেখছিলাম নিজের মধ্যে ওই চরিত্রটিতে খোঁজার চেষ্টা করছিলাম। কারণ উনি (পরিচালক সন্দীপ রেড্ডি) আমাকে দেখছিলেন। আমার মনে হয়েছিল আমি বোধহয় পারব না। তবে সন্দীপ স্যার আমায় প্রচণ্ড সাহায্য করেছেন।’’