TRENDING:

দুর্ধর্ষ সূচনা ! প্রকাশ্যে এল ‘রামায়ণ’-এর প্রথম ঝলক, যা দেখে এক শিহরণ মিশ্রিত আবেগ-অনুভূতিতে ভাসলেন অনুরাগীরা

Last Updated:

Ramayana: The Introduction Video: এই মেগা প্রজেক্টটির নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা প্রযোজক এবং পরিচালক নমিত মালহোত্রা। আর এর সহ-প্রযোজনা করেছেন সুপারস্টার যশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিশ্বের সবথেকে বড় সিনেমা আসতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘রামায়ণ: দ্য ইন্ট্রোডাকশন’-এর প্রথম ঝলক। আর এই লঞ্চকে বিশ্বব্যাপী মাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল। এর জন্য ভারতের ৯টি প্রধান শহরে অনুষ্ঠিত হয়েছে ফ্যান স্ক্রিনিং। সেই সঙ্গে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ডেও স্থান পেয়েছে এই ছবির প্রথম ঝলক।
News18
News18
advertisement

এই মেগা প্রজেক্টটির নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা প্রযোজক এবং পরিচালক নমিত মালহোত্রা। আর এর সহ-প্রযোজনা করেছেন সুপারস্টার যশ। অস্কার-বিজয়ী টেকনিশিয়ান থেকে শুরু করে হলিউডের প্রথম সারির নির্মাতা এবং ভারতের অন্যতম বড় তারকারা এই প্রজেক্টকে বাস্তব রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এটি শুধু ভারতের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্যই বানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন– আগামী ৭ জুলাই, সোমবার কি দেশ জুড়ে সরকারি ছুটি ? জেনে নিন বিশদে

প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই উপাখ্যানকে রীতিমতো পুজো করেন বিশ্বের প্রায় ২.৫ বিলিয়ন মানুষ। নমিত মালহোত্রার ‘রামায়ণ’-কে দুটি খণ্ডের লাইভ অ্যাকশন সিনেম্যাটিক ইউনিভার্স হিসেবে উপস্থাপন করা হবে। ফলে বোঝাই যাচ্ছে যে, এর স্কেল কতটা বড় হতে চলেছে! এই ছবিতে প্রথম বারের জন্য ভারতীয় এবং হলিউডের খ্যাতনামা শিল্পী ও টেকনিশিয়ানরা রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এমনটা আগে সেভাবে দেখা যায়নি।

advertisement

আরও পড়ুন– অন্ধকার অতীত, ব্যর্থ প্রেম আর খুন, অপরাধীর মনস্তত্ত্বের এক গা শিউরে ওঠা দিক ধরা দিল ‘প্রফেসর সেনগুপ্ত’-র ট্রেলারে

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’: রামায়ণ পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। আর এর প্রযোজনার দায়িত্বে রয়েছে নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ এবং আট বারের অস্কার বিজয়ী ভিএফএক্স স্টুডিও DNEG। সেই সঙ্গে অবশ্য হাত মিলিয়েছে যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। IMAX-এর মতো বড় ফরম্যাটের জন্য বিশেষ ভাবে শ্যুট করা হয়েছে ছবিটি। সারা বিশ্বে ‘রামায়ণ’-এর প্রথম ভাগটি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। আর দ্বিতীয় ভাগটি মুক্তি পাবে তার পরের বছর অর্থাৎ ২০২৭ সালের দীপাবলিতে। বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রয়েছে তিন শক্তি – ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের হাতে। আর এই তিন শক্তির কারণেই সকলে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে সকলে। কিন্তু এই ভারসাম্যের ভস্ম থেকেই একটি শক্তির উত্থান ঘটে। যা আগে কখনও দেখা যায়নি। এক দৈত্যসন্তানের জন্ম হয়। আর তিনিই কালক্রমে রাবণ হয়ে ওঠেন। ভগবান বিষ্ণুকে ধ্বংস করাই তাঁর লক্ষ্য। আর এই অনাচার বন্ধ করতেই ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীলোকে আসেন। মানব রাজপুত্র রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। এখান থেকেই শুরু হয়েছিল রাম-রাবণের লড়াই। এটি আসলে এমন একটি উপাখ্যান, যা আজও কোটি কোটি মানুষের মনন ও চিন্তাভাবনাকে দিকনির্দেশনা দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বিশ্বের সবথেকে বড় তারকাদের উপস্থিতি: ‘রামায়ণ’-এর কাস্টিংও চোখধাঁধানো। ভগবান রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর রাবণের ভূমিকায় অভিনয় করবেন যশকে। আর সকলের প্রিয় দেবী সীতা রূপে দেখা যাবে সাই পল্লবী। অন্যদিকে ভগবান হনুমানজির শক্তিশালী চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। আবার লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করবেন রবি দুবে। শক্তিশালী স্টার কাস্টের সঙ্গে যোগ দিয়েছে দুর্ধর্ষ টিম। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন সঙ্গীত জগতের দুই কিংবদন্তি নক্ষত্র হ্যান্স জিমার এবং এ.আর রহমান। শুধু তা-ই নয়, ছবির দুর্ধর্ষ যুদ্ধের দৃশ্যের কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন হলিউডের প্রথম সারির স্টান্ট পরিচালক টেরি নোটারি (অ্যাভেঞ্জার্স, প্ল্যানেট অফ দ্য এপস) এবং গাই নোরিস (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, ফিউরিওসা)।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দুর্ধর্ষ সূচনা ! প্রকাশ্যে এল ‘রামায়ণ’-এর প্রথম ঝলক, যা দেখে এক শিহরণ মিশ্রিত আবেগ-অনুভূতিতে ভাসলেন অনুরাগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল