এই মেগা প্রজেক্টটির নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা প্রযোজক এবং পরিচালক নমিত মালহোত্রা। আর এর সহ-প্রযোজনা করেছেন সুপারস্টার যশ। অস্কার-বিজয়ী টেকনিশিয়ান থেকে শুরু করে হলিউডের প্রথম সারির নির্মাতা এবং ভারতের অন্যতম বড় তারকারা এই প্রজেক্টকে বাস্তব রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এটি শুধু ভারতের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্যই বানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন– আগামী ৭ জুলাই, সোমবার কি দেশ জুড়ে সরকারি ছুটি ? জেনে নিন বিশদে
প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই উপাখ্যানকে রীতিমতো পুজো করেন বিশ্বের প্রায় ২.৫ বিলিয়ন মানুষ। নমিত মালহোত্রার ‘রামায়ণ’-কে দুটি খণ্ডের লাইভ অ্যাকশন সিনেম্যাটিক ইউনিভার্স হিসেবে উপস্থাপন করা হবে। ফলে বোঝাই যাচ্ছে যে, এর স্কেল কতটা বড় হতে চলেছে! এই ছবিতে প্রথম বারের জন্য ভারতীয় এবং হলিউডের খ্যাতনামা শিল্পী ও টেকনিশিয়ানরা রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এমনটা আগে সেভাবে দেখা যায়নি।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’: রামায়ণ পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। আর এর প্রযোজনার দায়িত্বে রয়েছে নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ এবং আট বারের অস্কার বিজয়ী ভিএফএক্স স্টুডিও DNEG। সেই সঙ্গে অবশ্য হাত মিলিয়েছে যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। IMAX-এর মতো বড় ফরম্যাটের জন্য বিশেষ ভাবে শ্যুট করা হয়েছে ছবিটি। সারা বিশ্বে ‘রামায়ণ’-এর প্রথম ভাগটি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। আর দ্বিতীয় ভাগটি মুক্তি পাবে তার পরের বছর অর্থাৎ ২০২৭ সালের দীপাবলিতে। বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রয়েছে তিন শক্তি – ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের হাতে। আর এই তিন শক্তির কারণেই সকলে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে সকলে। কিন্তু এই ভারসাম্যের ভস্ম থেকেই একটি শক্তির উত্থান ঘটে। যা আগে কখনও দেখা যায়নি। এক দৈত্যসন্তানের জন্ম হয়। আর তিনিই কালক্রমে রাবণ হয়ে ওঠেন। ভগবান বিষ্ণুকে ধ্বংস করাই তাঁর লক্ষ্য। আর এই অনাচার বন্ধ করতেই ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীলোকে আসেন। মানব রাজপুত্র রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন। এখান থেকেই শুরু হয়েছিল রাম-রাবণের লড়াই। এটি আসলে এমন একটি উপাখ্যান, যা আজও কোটি কোটি মানুষের মনন ও চিন্তাভাবনাকে দিকনির্দেশনা দেয়।
বিশ্বের সবথেকে বড় তারকাদের উপস্থিতি: ‘রামায়ণ’-এর কাস্টিংও চোখধাঁধানো। ভগবান রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর রাবণের ভূমিকায় অভিনয় করবেন যশকে। আর সকলের প্রিয় দেবী সীতা রূপে দেখা যাবে সাই পল্লবী। অন্যদিকে ভগবান হনুমানজির শক্তিশালী চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। আবার লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করবেন রবি দুবে। শক্তিশালী স্টার কাস্টের সঙ্গে যোগ দিয়েছে দুর্ধর্ষ টিম। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন সঙ্গীত জগতের দুই কিংবদন্তি নক্ষত্র হ্যান্স জিমার এবং এ.আর রহমান। শুধু তা-ই নয়, ছবির দুর্ধর্ষ যুদ্ধের দৃশ্যের কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন হলিউডের প্রথম সারির স্টান্ট পরিচালক টেরি নোটারি (অ্যাভেঞ্জার্স, প্ল্যানেট অফ দ্য এপস) এবং গাই নোরিস (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, ফিউরিওসা)।