TRENDING:

Ranbir-Alia relationship: ১১ বছরের ছোট আলিয়া! রনবীরের মন পেতে কী কী বদলেছেন অভিনেত্রী? গোপন কথা ফাঁস

Last Updated:

বর্তমানে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জুটিগুলির মধ্যে একটি 'রণলিয়া'। ভক্তরা পর্দায় এবং পর্দার বাইরে তাঁদের রসায়ন পছন্দ করেন। দম্পতি পৃথিবীতে এনেছেন তাঁদের ফুটফুটে কন্যা রাহাকেও। এত কিছুর পরও কেমন আছে তাঁদের দাম্পত্য?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: নিজে তারকা হলে কী হয়, রণবীর কাপুর ছিলেন তাঁর স্বপ্নের পুরুষ। বলিউডের অন্যতম বড় অভিনেত্রী হয়েও আলিয়া রণবীরের জন্য নিজেকে বদলেছেন। আগে জোরে কথা বলতেন মহেশকন্যা আলিয়া। জোরে হাসাও তাঁর অভ্যাস ছিল। রণবীরের এতে সমস্যা আছে জানতে পেরে ৩০ বছরের অভ্যাস নিমেষে বদলে ফেলেন অভিনেত্রী। ভালবাসা তাঁর এমনই!
Ranbir-Alia relationship:
Ranbir-Alia relationship:
advertisement

বর্তমানে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জুটিগুলির মধ্যে একটি ‘রণলিয়া’। ভক্তরা পর্দায় এবং পর্দার বাইরে তাঁদের রসায়ন পছন্দ করেন। দম্পতি পৃথিবীতে এনেছেন তাঁদের ফুটফুটে কন্যা রাহাকেও। এত কিছুর পরও কেমন আছে তাঁদের দাম্পত্য?

রণবীর সম্প্রতি নিখিল কামাথকে তাঁর পডকাস্টে বলেন, “আমি খুব ভাগ্যবান। যাকে বিয়ে করেছি, সে আমার প্রিয় বন্ধু। সব কিছু শেয়ার করতে পারি, মন খুলে হাসতে পারি আলিয়ার সঙ্গে। এমন সৌভাগ্য ক’জনের হয় বলুন?” রণবীর আরও বলেন, “আলিয়া একজন অসাধারণ মানুষ। আমার চেয়ে ১১ বছরের ছোট ও, যে ব্যাপারটা খুব মজার।” রণবীর জানান, যখন প্রথম দেখা হয়েছিল আলিয়ার বয়স তখন ৯ বছর, রণবীরের বয়স ২০। তাঁরা একসঙ্গে একটি ফোটোশুট করেছিলেন, যেহেতু সঞ্জয় লীলা বনশালি বাল্যবিবাহ নিয়ে ‘বালিকা বধূ’ নামে একটি চলচ্চিত্র বানাতে চেয়েছিলেন। সেই থেকেই আলিয়ার ক্রাশ রণবীর।

advertisement

রণবীর স্বীকার করেছেন যে আলিয়া তাঁর জন্য অনেক কিছু করেছেন। অভিনেতার কথায়, “আমি ওর জন্য যতটা বদলেছি তার চেয়ে ও আমার জন্য অনেক বেশি বদলেছে। আমার আরও একটু বদলানো উচিৎ…।” এর পরই রণবীর বলেন,” ও খুব জোরে কথা বলত। ছোটবেলায় বাবা মায়ের অশান্তি এবং বাবার জোরে কথা বলার স্মৃতি আমায় এতটাই অস্বস্তিতে রাখত যে জোরে কথা বলা আমি সহ্য করতে পারি না। এটা জানার পর আলিয়া নিজেকে বদলে ফেলে।”

advertisement

আরও পড়ুন- ‘ভয়ে কুঁকড়ে থাকতাম…’ নীতু আর ঋষির দাম্পত্যের কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন রণবীর?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রণবীর জানান, আলিয়াকে বিয়ে করে এত সুখে আছেন যে এমনটা কল্পনাও করেননি আগে। কয়েক বছর প্রেম করার পর ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছিলেন জুটিতে। একই বছর ৬ নভেম্বর তাঁরা রাহার জন্ম দেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir-Alia relationship: ১১ বছরের ছোট আলিয়া! রনবীরের মন পেতে কী কী বদলেছেন অভিনেত্রী? গোপন কথা ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল