Ranbir Kapoor: 'ভয়ে কুঁকড়ে থাকতাম...' নীতু আর ঋষির দাম্পত্যের কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন রণবীর?

Last Updated:

রণবীর জানান, ঋষি আর নীতুর দাম্পত্যজীবন কোনও দিনই সুখের ছিল বলে তাঁর মনে হয়নি। দিদি রিদ্ধিমা কাপুর তখন দূরে থাকতেন। একা রণবীর ভয়ে গুটিয়ে যেতেন বাবা-মায়ের অশান্তির মাঝে। নিজেকেই তাঁর দায়ী মনে হত। রণবীরের কথায়, "মা আমার কাছে নানা সময়ে দুঃখ করত। বাবার ততটা প্রকাশ ছিল না। নিজের মতোই থাকত।"

'ভয়ে কুঁকড়ে থাকতাম...' নীতু-ঋষির দাম্পত্যের কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন রণবীর?
'ভয়ে কুঁকড়ে থাকতাম...' নীতু-ঋষির দাম্পত্যের কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন রণবীর?
মুম্বই: শৈশবের কিছু স্মৃতির ধকল আজন্ম কাটিয়ে উঠতে পারেন না অনেকেই। বলিউড অভিনেতা রণবীর কপুরও তেমনই। ছোটবেলায় বাবা-মায়ের মধ্যে যে অশান্তি দেখেছেন রণবীর তা থেকে গভীর ক্ষত তৈরি হয়েছে তাঁর মনে। সাম্প্রতিক এক সাক্ষাত্কারে, রণবীর জানান সেই কথা। বাবা তথা প্রয়াত ঋষি কাপুর এবং মা নীতু সিং-এর মধ্যে ঘন ঘন বাকবিতণ্ডার কারণে তটস্থ হয়ে থাকতেন শিশু রণবীর।
রণবীর বলেন, “কেউ বেশি জোরে কথা বললে আমার খুব অসুবিধা হয়, ছোট থেকেই। আমার বাবা-মায়ের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকত। আমরা বাংলোতে থাকতাম, তাই আমার শৈশবের বেশিরভাগ সময়ই কেটেছে সিঁড়িতে বসে। তাদের অশান্তি শুনে। ভয়ে কুঁকড়ে থাকতাম আমি।”
রণবীর আরও জানান, ঋষি আর নীতুর দাম্পত্যজীবন কোনও দিনই সুখের ছিল বলে তাঁর মনে হয়নি। দিদি রিদ্ধিমা কাপুর তখন দূরে থাকতেন। একা রণবীর ভয়ে গুটিয়ে যেতেন বাবা-মায়ের অশান্তির মাঝে। নিজেকেই তাঁর দায়ী মনে হত। রণবীরের কথায়, “মা আমার কাছে নানা সময়ে দুঃখ করত। বাবার ততটা প্রকাশ ছিল না। নিজের মতোই থাকত।”
advertisement
advertisement
১৯৮০ সালের জানুয়ারি মাসে ঋষি কাপুর এবং নীতু সিংয়ের বিয়ে হয়। যা একটি বিশিষ্ট বলিউড উত্তরাধিকারের সূচনা করে। এর আগে পর্দায় যুগলের রসায়ন দেখে মোহিত ছিলেন ভক্তরা। দাম্পত্য জীবনেও আমৃত্যু নীতুর সঙ্গেই ছিলেন ঋষি। তবে পুত্র রণবীরের কথায় স্পষ্ট হয়ে যায় অতীতের দুঃসময়। বাবা-মায়ের মধ্যে তিক্ততা তাঁর বেড়ে ওঠায়ও প্রভাব ফেলেছিল, জানান ‘ওয়েক আপ সিড’ খ্যাত অভিনেতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor: 'ভয়ে কুঁকড়ে থাকতাম...' নীতু আর ঋষির দাম্পত্যের কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন রণবীর?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement