TRENDING:

অপেক্ষার অবসান, বলিউড পেল নয়া জুটি, জল্পনা উড়িয়ে বড় ঘোষণা শ্রদ্ধার

Last Updated:

ছবির নাম কী হতে পারে, মঙ্গলবার তাঁর আভাস দিয়েছিলেন শ্রদ্ধা। অনুরাগীমহলে তা নিয়ে জল্পনার শেষ ছিল না। বুধবার ছবির ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। যা দেখে মনে হয়, রণবীর এবং শ্রদ্ধাকে নিয়ে রমকমের (রোম্যান্টিক কমেডি) গল্প বুনেছেন লভ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পর্দায় নতুন জুটি পাচ্ছে বলিউড। রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। পরিচালর লভ রঞ্জনের ছবিতে প্রথম একসঙ্গে কাজ করছেন দুই তারকা। তা নিয়েও চর্চাও হয়েছে প্রচুর। অবশেষে জানা গেল তাঁদের ছবির নাম। 'তু ঝুটি ম্যায় মক্কর'। লভের প্রায় সব ছবির নামেই থাকে কৌতুকের ছোঁয়া। ক্ষেত্রেও অন্যথা হল না।
advertisement

ছবির নাম কী হতে পারে, মঙ্গলবার তাঁর আভাস দিয়েছিলেন শ্রদ্ধা। অনুরাগীমহলে তা নিয়ে জল্পনার শেষ ছিল না। বুধবার ছবির ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। যা দেখে মনে হয়, রণবীর এবং শ্রদ্ধাকে নিয়ে রমকমের (রোম্যান্টিক কমেডি) গল্প বুনেছেন লভ। একটি বাণিজ্যিক ছবিতে ঠিক যে যে উপাদান থাকা প্রয়োজন, 'তু ঝুটি ম্যায় মক্কর'-এ সে সবের কোনও অভাব হবে না বলেই ধরে নেওয়া যায়।

advertisement

অতিমারির কারণে দীর্ঘ সময় ছবিটির শ্যুট স্থগিত ছিল। কাজ শুরু হতেই ফের দুর্ঘটনা। মাস কয়েক আগে আগুন লেগে যায় ছবির সেটে। যার ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয়। শেষমেশ বাধাবিপত্তি কাটিয়ে ২০২৩-এর ৮ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।

আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা

advertisement

আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রণবীরকে শেষ দেখা গিয়েছিল 'ব্রহ্মাস্ত্র'-এ। বক্স অফিসে সাফল্যের মুখ দেখে ছবিটি। অন্য দিকে, ২০২০-তে 'বাঘি ৩'-এর পর আর কোনও ছবি করেননি শ্রদ্ধা। বরুণ ধওয়ন এবং কৃতি স্যানন অভিনীত 'ভেড়িয়া'র একটি গানে যদিও সম্প্রতি দেখা গিয়েছে তাঁকে। আপাতত রণবীর-শ্রদ্ধার রসায়ন চাক্ষুষ করতে দিন গুনছেন অনুরাগীরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অপেক্ষার অবসান, বলিউড পেল নয়া জুটি, জল্পনা উড়িয়ে বড় ঘোষণা শ্রদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল