ছবির নাম কী হতে পারে, মঙ্গলবার তাঁর আভাস দিয়েছিলেন শ্রদ্ধা। অনুরাগীমহলে তা নিয়ে জল্পনার শেষ ছিল না। বুধবার ছবির ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। যা দেখে মনে হয়, রণবীর এবং শ্রদ্ধাকে নিয়ে রমকমের (রোম্যান্টিক কমেডি) গল্প বুনেছেন লভ। একটি বাণিজ্যিক ছবিতে ঠিক যে যে উপাদান থাকা প্রয়োজন, 'তু ঝুটি ম্যায় মক্কর'-এ সে সবের কোনও অভাব হবে না বলেই ধরে নেওয়া যায়।
advertisement
অতিমারির কারণে দীর্ঘ সময় ছবিটির শ্যুট স্থগিত ছিল। কাজ শুরু হতেই ফের দুর্ঘটনা। মাস কয়েক আগে আগুন লেগে যায় ছবির সেটে। যার ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয়। শেষমেশ বাধাবিপত্তি কাটিয়ে ২০২৩-এর ৮ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।
আরও পড়ুন: রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
আরও পড়ুন: শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!
রণবীরকে শেষ দেখা গিয়েছিল 'ব্রহ্মাস্ত্র'-এ। বক্স অফিসে সাফল্যের মুখ দেখে ছবিটি। অন্য দিকে, ২০২০-তে 'বাঘি ৩'-এর পর আর কোনও ছবি করেননি শ্রদ্ধা। বরুণ ধওয়ন এবং কৃতি স্যানন অভিনীত 'ভেড়িয়া'র একটি গানে যদিও সম্প্রতি দেখা গিয়েছে তাঁকে। আপাতত রণবীর-শ্রদ্ধার রসায়ন চাক্ষুষ করতে দিন গুনছেন অনুরাগীরা।