শোনা যাচ্ছে, দোল উৎসবকে কাজে লাগিয়ে ব্যবসা টানতে চাইছেন নির্মাতারা। মূলত সেই কারণেই নাকি ছবি মুক্তির দিন পরিবর্তনের সিদ্ধান্ত। দেশের নানা জায়গায় তিথি অনুযায়ী দোল অনুষ্ঠিত হয়। রাজস্থানের মতো কিছু রাজ্যে ৮ মার্চ হোলি উদযাপিত হয়। আবার বেশ কয়েকটি জায়গা রঙের উৎসবের উদযাপন শুরু হবে তার এক দিন আগে অর্থাৎ ৭ মার্চ থেকেই। ছবির নির্মাতারা তাই এক দিন আগে থেকে প্রেক্ষাগৃহে দর্শক টানতে চাইছেন।
advertisement
আরও পড়ুন: পরপর প্রায় সব ছবি ফ্লপ! অক্ষয়-ইমরানকে আশার আলো দেখাতে পারল 'সেলফি'? পড়ুন রিভিউ
আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার
এ ছাড়াও ৭ মার্চ মুক্তি পেলে ছবিটি সপ্তাহান্ত অর্থাৎ শনি এবং রবিবার মিলিয়ে মোট ছ'দিন ব্যবসার সুযোগ পাবে। সে ক্ষেত্রে বক্স অফিসে ব্যবসা বৃদ্ধির সুযোগও কিছুটা বেড়ে যাবে। সব মিলিয়ে তাই নির্মাতারা ছবিটি মুক্তির দিন এগিয়ে আনার পরিকল্পনা করছেন। এই গুঞ্জনে এখনও যদিও শিলমোহর বসাননি তাঁরা।
আপাতত 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর প্রচারে ব্যস্ত শ্রদ্ধা-রণবীর। এই প্রথম জুটি হিসেবে দেখা যাবে তাঁদের। ছবির গানগুলি ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। কিন্তু ব্যবসার নিরিখে কতটা সফল হবে ছবিটি? এখন সেটাই দেখার।