আলিয়া সব সময়েই তাঁর বান্ধবীদের কথা বলেন। তাঁদের সঙ্গে বন্ধুত্বের বেশ কিছু মুহূর্ত আগে আলিয়াকে শেয়ার করতেও দেখা গিয়েছে। আর তাই বোঝাই যাচ্ছে, এই বিয়েতে তাঁরা বিশেষ ভূমিকা নেবেন। তাঁরাই আলিয়ার বিয়েতে ব্রাইডসমেড এর ভূমিকা নেবেন।
এই তালিকায় আছেন আলিয়ার ছোট বেলার প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর। ২০১৯ এ দেবিকা আদানি নামে এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলেন আলিয়া। সেই বান্ধবীও থাকছেন এই তালিকায়। এছাড়াও বান্ধবীদের তালিকায় রয়েছেন মেঘনা গয়াল, কৃপা মেহেতা। জানা যাচ্ছে ব্রাইডসমেড হিসেবে দেখা যাবে আলিয়ার বোন শাহিন ভাটকেও।
advertisement
আরও পড়ুন- রণবীর-আলিয়ার বিয়েতে নিমন্ত্রিত মাত্র ২৮ জন? বিয়ের তথ্য ফাঁস করলেন কনের ভাই
প্রসঙ্গত, প্রথম থেকেই শোনা যাচ্ছিল রণবীর ও আলিয়ার বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুরাই নিমন্ত্রিত। এবার রাহুল ভাট জানালেন, বিয়েতে নিমন্ত্রিত থাকবেন মাত্র ২৮ জন। এঁদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য় বলে জানা যাচ্ছে। মুম্বইয়ের চেম্বুরে আরকে হাউজে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে (Ranbir Kapoor Alia bhatt Wedding)।
উল্লেখ্য, শোনা যাচ্ছে, বিয়েতে আলিয়া পরবেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। অন্যদিকে রণবীর পরছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক।প্রথমে ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আলিয়ার দাদু ও দিদার শারীরিক অবস্থা ভাল না। দুজনেরই বয়স ৯০ পেরিয়েছে। এই কারণেই বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছেন হবু দম্পতি। বিয়ের তোরজোড় এই মুহূর্তে তুঙ্গে।
