আরও পড়ুন- ভারতের কোন কোন অভিনেত্রীর প্রেমে পড়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান?
এখন খবরের শিরোনামে শুধুই আলিয়া ভাট ও রণবীর কাপুর। বহু জল্পনার পরে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন তারকা জুটি। ২০১৭ সালে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ব্রহ্মাস্ত্র-র কাজ শুরু করেছিলেন আলিয়া ও রণবীর। সেখান থেকেই প্রেমের আখ্যান শুরু। তারপর বিয়ে৷
advertisement
আরও পড়ুন: এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি বিড়াল, ধরতে পারলেন কোথায় বসে সেটি?
ইন্ডিয়া টুডের খবর অনুয়ায়ী, হবু বর তাঁর স্ত্রীকে একটি 'কাস্টম-মেড বিবাহের ব্যান্ড' উপহার দেওয়ার পরিকল্পনা করছেন৷ প্রতিবেদনে দাবি করা হয়েছে, আংটিটিতে ৮টি হিরে জড়ানো রয়েছে। রণবীরের ঘনিষ্ঠ বন্ধুমহল সূত্রে খবরটি মিলেছে।
হঠাৎই সোমবার খবর আসে, ১৪ এপ্রিল নয় ১৫ এপ্রিল বিয়ে করতে চলেছে আলিয়া ও রণবীর। কিন্তু তার পর মঙ্গলবার ফের খবর পাওয়া যায়, বিয়ের তারিখে কোনও পরিবর্তন হয়নি, পরিবর্তন করা হচ্ছে বিয়ের জায়গা। সম্প্রতি একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এই কথা বলেছেন আলিয়ার দাদা। মঙ্গলবার রাতেই দিল্লি থেকে মুম্বই এসে পৌঁছেছেন রণবীরের দিদি রিদ্ধিমা কাপুর৷ ১৪ এপ্রিল চারহাত এক হতে চলেছে রণবীর ও আলিয়ার। ইতিমধ্যেই মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তাঁদের। আজ থেকেই প্রি-ওয়েডিংয়ের সমস্ত অনুষ্ঠান শুরু, অতিথি ও কাছের বন্ধুরাও এসে হাজির হতে শুরু করেছে।