TRENDING:

আত্মজীবনীতে ‘পর্নস্টার’কে ধন্যবাদ জানালেন রামগোপাল!

Last Updated:

আমিরের ‘অসহিষ্ণুতা’র মন্তব্য থেকে লাইমলাইট কেড়ে নিতে, চট জলদি আমিরকে টুইট করেছিলেন রামগোপাল ভার্মা ৷ তাঁর পড়তি বাজারে কিছুটা হলেও, খবরে স্থান পেয়েছিলেন রামু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: আমিরের ‘অসহিষ্ণুতা’র মন্তব্য থেকে লাইমলাইট কেড়ে নিতে, চট জলদি আমিরকে টুইট করেছিলেন রামগোপাল ভার্মা ৷ তাঁর পড়তি বাজারে কিছুটা হলেও, খবরে স্থান পেয়েছিলেন রামু ৷ সেই ব্যাপারটিকে টিকিয়ে রাখতেই এবার কলম দাগলেন রামগোপাল ভার্মা ৷ প্রকাশ করতে চললেন আত্মজীবনী! এই খবর নিজেই করলেন ট্যুইট৷ সঙ্গে জানালেন, ‘আমার এই আত্মজীবনী উৎস্বর্গ করতে চাই উর্মিলা মাতন্ডকর, অমিতাভ বচ্চন, পর্নস্টার টোরি ব্ল্যাক ও ব্রুস লিকে ৷’
advertisement

জানা গিয়েছে, রামগোপাল ভার্মার এই আত্মজীবনীতে উঠে আসবে বলিউডের নানা গোপন কথা ৷ অন্ধকার জগত ও নায়িকাদের সঙ্গে তাঁর একান্ত সর্ম্পকের কথায় ৷ এমনকী, অভিনেত্রী উর্মিলার সঙ্গে তাঁর প্রেমের কথাও উঠে আসবে আত্মজীবনীতে ৷ রামগোপাল ভার্মার এই আত্মজীবনীর নাম ‘গানস অ্যান্ড থাই’ ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আত্মজীবনীতে ‘পর্নস্টার’কে ধন্যবাদ জানালেন রামগোপাল!