তিনি ভরত চরিত্রে অভিনয় করে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন ৷ মাত্র ৪০ বছরে মৃত হয়েছিলেন তিনি ৷ রামানন্দ সাগরের রামায়ণে ভরত চরিত্র অত্যন্ত সংবেদনশীল, তিনি যেই সময়ে মৃত হয়েছেন যখন তাঁকে ইন্ডাস্ট্রির প্রয়োজন ছিল ৷তার যকৃৎ কাজ না করার কারণে প্রয়াত হয়েছিলেন ৷ ভরতের মৃত্যু সংবাদে গোটা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছিল ৷ ২৭ নভেম্বর ১৯৯৫ সালে তাঁর মৃত্যু হয়েছিল ৷ ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে জাতীয় টেলিভিশনে সঞ্জয় জোগ এক বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন ৷
advertisement
মহারাষ্ট্রের নাগপুরে জন্মেছিলেন তিনি ৷ মুম্বইয়ের এক স্টুডিওতে অভিনয়ের উপরে লেখাপড়া করেছিলেন ৷ ১৯৭৬ সালে একটি মরাঠি ছবিতে (সিপলাতে) অভিনয়ও করেছিলেন তিনি ৷ সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ৷ এরপরেই মরাঠি ছবি জিদে অভিনয় করে সবার নজরে এসেছিলেন ৷ এরপরে রামায়ণে অভিনয়ের সুযোগ পান তিনি ৷ তাঁকে প্রথম লক্ষ্ণণের চরিত্রে অভিনয় করার জন্য অফার করা হয়েছিল কিন্তু সেই সময়ে তিনি সম্মত ছিলেন না তাই তিনি ভরত চরিত্রে অভিনয় করেছিলেন ৷