TRENDING:

মাত্র ৪০ বছর বয়সে গুরুতর অসুখে পৃথিবীকে আলবিদা করেছিলেন রামায়ণের ভরত

Last Updated:

লক্ষ্ণণের চরিত্রে সুযোগ থাকলেও ভরত চরিত্রই বেছে ছিলেন, তাঁর প্রয়াণে এক শূন্যতার সৃষ্টি হয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লকডাউনে ঘরে ঘরে রামায়ণের পুনঃসম্প্রচার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ৷ ইতিহাসের সমস্ত রেকর্ড চুরমার করে দিয়েছে ৷ এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জল্পনা ও চর্চা শুরু করে দিয়েছে ৷ প্রত্যেকেরই মহাকাব্যের সঙ্গে সংযুক্ত চরিত্রগুলির বাস্তবিক প্রেক্ষাপট জানার আগ্রহ থাকে ৷ মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রটি হল ভরত চরিত্র ৷ ভরত চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় জোগ ৷ সেই সঞ্জয় জোগ ওরফে ভরত এই পৃথিবীতে আর নেই ৷
advertisement

ভরত চরিত্রে সঞ্জয় জোগের অভিনয় ৷

তিনি ভরত চরিত্রে অভিনয় করে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন ৷ মাত্র ৪০ বছরে মৃত হয়েছিলেন তিনি ৷ রামানন্দ সাগরের রামায়ণে ভরত চরিত্র অত্যন্ত সংবেদনশীল, তিনি যেই সময়ে মৃত হয়েছেন যখন তাঁকে ইন্ডাস্ট্রির প্রয়োজন ছিল ৷তার যকৃৎ কাজ না করার কারণে প্রয়াত হয়েছিলেন ৷ ভরতের মৃত্যু সংবাদে গোটা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছিল ৷ ২৭ নভেম্বর ১৯৯৫ সালে তাঁর মৃত্যু হয়েছিল ৷ ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে জাতীয় টেলিভিশনে সঞ্জয় জোগ এক বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

মহারাষ্ট্রের নাগপুরে জন্মেছিলেন তিনি ৷ মুম্বইয়ের এক স্টুডিওতে অভিনয়ের উপরে লেখাপড়া করেছিলেন ৷ ১৯৭৬ সালে একটি মরাঠি ছবিতে (সিপলাতে) অভিনয়ও করেছিলেন তিনি ৷ সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ৷ এরপরেই মরাঠি ছবি জিদে অভিনয় করে সবার নজরে এসেছিলেন ৷ এরপরে রামায়ণে অভিনয়ের সুযোগ পান তিনি ৷ তাঁকে প্রথম লক্ষ্ণণের চরিত্রে অভিনয় করার জন্য অফার করা হয়েছিল কিন্তু সেই সময়ে তিনি সম্মত ছিলেন না তাই তিনি ভরত চরিত্রে অভিনয় করেছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাত্র ৪০ বছর বয়সে গুরুতর অসুখে পৃথিবীকে আলবিদা করেছিলেন রামায়ণের ভরত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল