একপ্রকার সকলেই এই মৃত্যুর ঘটনাকে মেনে নিয়েছে। কিন্তু হাল ছাড়তে নারাজ পরিচালক রাম গোপাল ভার্মা। তিনি এই রহস্য উন্মোচন করেই ছাড়বেন। সুশান্তের মৃত্যুর পর তিনিও বলিউডের নানা কীর্তি নিয়ে মুখ খুলেছিলেন। এবার তিনি একটি নতুন পদক্ষেপ নিয়েছেন।
সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, সুশান্তের মৃত্যু নিয়ে তিনি সিনেমা বানাবেন। তাঁর পরবর্তী ছবি তৈরি হবে সুশান্তকে নিয়েই। সেখানেই তিনি সবটা তুলে ধরবেন। মৃত্যুর কারণ কি প্রশ্ন করায় পরিচালক জানান, "সব কিছু তিনি ছবিতেই দেখাবেন। এখনই মুখ খুলবেন না।' বলিউডের বর্তমান পরিস্থিতি উঠে আসবে তাঁর ছবিতে। তবে কি রামগোপাল জানেন সুশান্তের আত্মহত্যার কারণ? নাহলে কিসের উপর ভিত্তি করে তিনি ছবি বানাবেন? এই নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে সব সত্যি সামনে আসবে পরিচালকের ছবি মুক্তি পাওয়ার পর।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2021 12:12 AM IST