সম্প্রতি News18 Showsha নিজেদের প্রতিবেদনে দাবি করেছিল যে, রকুল-জ্যাকির বিশেষ দিনের অংশ হতে বিয়ের আসরে হাজির থাকবেন আদিত্য রয় কাপুর এবং অনন্যা পাণ্ডে। আসলে বি-টাউনের আকাশে-বাতাসে এখন আদিত্য-অনন্যার প্রেমের গুঞ্জন তুঙ্গে!
তবে এখন রকুল-জ্যাকির বিয়ের আসরের অতিথি তালিকার খোঁজ এক্সক্লুসিভ ভাবে পেয়েছে News18 Showsha। জানা গিয়েছে, এই তারকা বিবাহের অতিথি তালিকায় জ্বলজ্বল করবে সেই সব তারকাদের নাম, যাঁরা দীর্ঘ সময় ধরে পূজা এন্টারটেনমেন্টের সঙ্গে কাজ করেছেন। ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে যে, জ্যাকি এবং তাঁর বাবা তথা বর্ষীয়ান প্রযোজক বাসু ভাগনানির সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক। ভাগনানি পরিবারের তরফে আমন্ত্রণ গিয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের কাছে। ইতিমধ্যেই এই দুই তারকাই ভাগনানিদের প্রোডাকশন ভেঞ্চার ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’-র শ্যুটিং শেষ করেছেন। বলিউডের খিলাড়ি-তারকা অক্ষয় কুমার পূজা এন্টারটেনমেন্টের ‘কাটপুত্তলি’ ছবিতে কাজ করেছেন। সেখানে দেখা গিয়েছিল রকুলকেও।
advertisement
শোনা যাচ্ছে, শুধুমাত্র অক্ষয় এবং টাইগার নন, শাহিদ কাপুর এবং বরুণ ধাওয়ানের মতো তারকারাও উপস্থিত থাকতে পারেন রকুল-জ্যাকির বিয়ের অনুষ্ঠানে। ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘কুলি নং ১’ তৈরি হওয়ার সময়েই জ্যাকির সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল বরুণের। তাই রকুল-জ্যাকির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। যাচ্ছেন শাহিদ কাপুরও। প্রসঙ্গত পূজা এন্টারটেনমেন্টের আসন্ন ছবি ‘অশ্বত্থামা’-তে দেখা যাবে শাহিদকে।
গত ১৫ ফেব্রুয়ারিতেই শুরু হয়ে গিয়েছে রকুল-জ্যাকির বিয়ের অনুষ্ঠান। ওই দিন অনুষ্ঠিত হয়েছে ঢোল নাইট। এরপরে গত শনিবার গোয়ায় উড়ে গিয়েছেন এই তারকা জুটি। তাঁদের বিয়ের যে কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান জুড়ে বিচ থিম দেখা যাবে। আর বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এমনকী জ্যাকি-রকুল এই দায়িত্ব দিয়েছেন ইউসুফ ইব্রাহিমকে। যিনি এর আগে আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোনকে নিরাপত্তা দিয়েছেন।