TRENDING:

Rakul Preet-Jackky Bhagnani Wedding: রকুল-জ্যাকির জমকালো বিয়ের আসর বসছে গোয়ায়, প্রকাশ্যে আসছে অতিথি তালিকা

Last Updated:

Rakul Preet-Jackky Bhagnani Wedding: আগামী ২১ ফেব্রুয়ারি গোয়ায় ধুমধাম করে বসবে তাঁদের বিয়ের আসর। ২ দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারকা জুটির পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এমনকী সহকর্মীরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রায় আড়াই বছর আগে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। বরাবরই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা তাঁরা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। আগামী ২১ ফেব্রুয়ারি গোয়ায় ধুমধাম করে বসবে তাঁদের বিয়ের আসর। ২ দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারকা জুটির পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এমনকী সহকর্মীরাও।
advertisement

সম্প্রতি News18 Showsha নিজেদের প্রতিবেদনে দাবি করেছিল যে, রকুল-জ্যাকির বিশেষ দিনের অংশ হতে বিয়ের আসরে হাজির থাকবেন আদিত্য রয় কাপুর এবং অনন্যা পাণ্ডে। আসলে বি-টাউনের আকাশে-বাতাসে এখন আদিত্য-অনন্যার প্রেমের গুঞ্জন তুঙ্গে!

তবে এখন রকুল-জ্যাকির বিয়ের আসরের অতিথি তালিকার খোঁজ এক্সক্লুসিভ ভাবে পেয়েছে News18 Showsha। জানা গিয়েছে, এই তারকা বিবাহের অতিথি তালিকায় জ্বলজ্বল করবে সেই সব তারকাদের নাম, যাঁরা দীর্ঘ সময় ধরে পূজা এন্টারটেনমেন্টের সঙ্গে কাজ করেছেন। ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে যে, জ্যাকি এবং তাঁর বাবা তথা বর্ষীয়ান প্রযোজক বাসু ভাগনানির সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক। ভাগনানি পরিবারের তরফে আমন্ত্রণ গিয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের কাছে। ইতিমধ্যেই এই দুই তারকাই ভাগনানিদের প্রোডাকশন ভেঞ্চার ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’-র শ্যুটিং শেষ করেছেন। বলিউডের খিলাড়ি-তারকা অক্ষয় কুমার পূজা এন্টারটেনমেন্টের ‘কাটপুত্তলি’ ছবিতে কাজ করেছেন। সেখানে দেখা গিয়েছিল রকুলকেও।

advertisement

আরও পড়ুন-    মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-   মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

শোনা যাচ্ছে, শুধুমাত্র অক্ষয় এবং টাইগার নন, শাহিদ কাপুর এবং বরুণ ধাওয়ানের মতো তারকারাও উপস্থিত থাকতে পারেন রকুল-জ্যাকির বিয়ের অনুষ্ঠানে। ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘কুলি নং ১’ তৈরি হওয়ার সময়েই জ্যাকির সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল বরুণের। তাই রকুল-জ্যাকির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। যাচ্ছেন শাহিদ কাপুরও। প্রসঙ্গত পূজা এন্টারটেনমেন্টের আসন্ন ছবি ‘অশ্বত্থামা’-তে দেখা যাবে শাহিদকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

গত ১৫ ফেব্রুয়ারিতেই শুরু হয়ে গিয়েছে রকুল-জ্যাকির বিয়ের অনুষ্ঠান। ওই দিন অনুষ্ঠিত হয়েছে ঢোল নাইট। এরপরে গত শনিবার গোয়ায় উড়ে গিয়েছেন এই তারকা জুটি। তাঁদের বিয়ের যে কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান জুড়ে বিচ থিম দেখা যাবে। আর বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এমনকী জ্যাকি-রকুল এই দায়িত্ব দিয়েছেন ইউসুফ ইব্রাহিমকে। যিনি এর আগে আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোনকে নিরাপত্তা দিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakul Preet-Jackky Bhagnani Wedding: রকুল-জ্যাকির জমকালো বিয়ের আসর বসছে গোয়ায়, প্রকাশ্যে আসছে অতিথি তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল