বেশ কয়েক দিন ধরে একটি চ্যাট শোয়ের সঞ্চালনা করছেন শেহনাজ। সম্প্রতি তাঁর অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন রাকুলপ্রীত সিং। শেহনাজের আঙুলে হীরের আঙটি দেখে নিজেকে আটকাতে পারেননি রাকুল। আংটিটি শেহনাজ উপহার পেয়েছেন কি না, তা অভিনেত্রীর কাছে জানতে চান তিনি।
আরও পড়ুন: তুমুল যন্ত্রণায় দিন কাটাচ্ছেন শুভশ্রীর দিদি, কার জন্য এমন অবস্থা তাঁর
advertisement
আরও পড়ুন: ঐশ্বর্যের জন্য ট্রোলের মুখে আরাধ্যা! কটাক্ষের সঙ্গে এল উপদেশও, কী করেছিলেন তিনি
হীরের আংটিটি যদিও শেহনাজের অনামিকায় নয়, ছিল অন্য আঙুলে। তা দেখেই রাকুল প্রশ্ন করে ওঠেন, আংটিটি তো ভুল আঙুলে পরেছ। ঠিক আঙুলের জন্য কেউ এনে দেয়নি? তখনই শেহনাজের স্পষ্ট উত্তর, "আমি কোনও সম্পর্কে নেই। কাউকে যাতে উপহার না দিতে হয়, তাই নিজেই নিজেকে কিনে দিয়েছি।"
২০২১ সালে সিদ্ধার্থ শুক্লের মৃত্যুর পর মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েক দিন ছিলেন চার দেওয়ালের ঘেরাটোপে। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি। সলমনের ছবিতেও দেখা যাবে তাঁকে।