TRENDING:

Shehnaaz Gill: আঙুলে বহুমূল্য হীরের আংটি, বাগদান সেরে ফেললেন? অবশেষে সত্যিটা ফাঁস করলেন শেহনাজ

Last Updated:

শেহনাজের আঙুলে হীরের আঙটি দেখে নিজেকে আটকাতে পারেননি রাকুল। আংটিটি শেহনাজ উপহার পেয়েছেন কি না, তা অভিনেত্রীর কাছে জানতে চান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শেহনাজ গিল। তাঁর প্রাণবন্ত স্বভাবই হোক বা প্রয়াত সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর সম্পর্ক, নানা কারণে শিরোনামে উঠে এসেছেন পঞ্জাবি মডেল-অভিনেত্রী। বিগত কয়েক দিনে একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কখনও সলমন খান, কখনও আবার গুরু রান্ধাওয়ারার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার গুঞ্জনে উত্তাল হয়েছে বলিউড।
advertisement

বেশ কয়েক দিন ধরে একটি চ্যাট শোয়ের সঞ্চালনা করছেন শেহনাজ। সম্প্রতি তাঁর অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন রাকুলপ্রীত সিং। শেহনাজের আঙুলে হীরের আঙটি দেখে নিজেকে আটকাতে পারেননি রাকুল। আংটিটি শেহনাজ উপহার পেয়েছেন কি না, তা অভিনেত্রীর কাছে জানতে চান তিনি।

আরও পড়ুন: তুমুল যন্ত্রণায় দিন কাটাচ্ছেন শুভশ্রীর দিদি, কার জন্য এমন অবস্থা তাঁর

advertisement

আরও পড়ুন: ঐশ্বর্যের জন্য ট্রোলের মুখে আরাধ্যা! কটাক্ষের সঙ্গে এল উপদেশও, কী করেছিলেন তিনি

হীরের আংটিটি যদিও শেহনাজের অনামিকায় নয়, ছিল অন্য আঙুলে। তা দেখেই রাকুল প্রশ্ন করে ওঠেন, আংটিটি তো ভুল আঙুলে পরেছ। ঠিক আঙুলের জন্য কেউ এনে দেয়নি? তখনই শেহনাজের স্পষ্ট উত্তর, "আমি কোনও সম্পর্কে নেই। কাউকে যাতে উপহার না দিতে হয়, তাই নিজেই নিজেকে কিনে দিয়েছি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

২০২১ সালে সিদ্ধার্থ শুক্লের মৃত্যুর পর মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েক দিন ছিলেন চার দেওয়ালের ঘেরাটোপে। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি। সলমনের ছবিতেও দেখা যাবে তাঁকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill: আঙুলে বহুমূল্য হীরের আংটি, বাগদান সেরে ফেললেন? অবশেষে সত্যিটা ফাঁস করলেন শেহনাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল