TRENDING:

Adil Durrani Arrested: আদিলের জন্যই নাকি মারা গিয়েছেন তাঁর মা! কলহের পরেই গ্রেফতার রাখির স্বামী?

Last Updated:

Adil Durrani Arrested: দিন কয়েক আগেই স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন রাখি। বিয়ের কয়েক দিনের মধ্যেই রাখি-আদিলের সম্পর্কে ফাটল ধরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: এই তো কয়েক দিন আগেই বিয়ে করলেন! তার মধ্যেই শুরু আইনি জটিলতা। এ বার গ্রেফতার রাখি সাওয়ান্তের স্বামী আদিল দুরানি।
গ্রেফতার রাখির স্বামী আদিল?
গ্রেফতার রাখির স্বামী আদিল?
advertisement

দিন কয়েক আগেই স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন রাখি। বিয়ের কয়েক দিনের মধ্যেই রাখি-আদিলের সম্পর্কে ফাটল ধরে। দাম্পত্য কলহ নিয়ে নেটমাধ্যমেও বুক চাপড়ে কান্না জুড়েছিলেন অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং শারীরিক অত্যাচারের অভিযোগও আনেন তিনি। রাখির দাবি, তাঁর মায়ের গয়না এবং ৪ লক্ষ নগদ নিয়ে চম্পট দিয়েছেন স্বামী। অবশেষে পুলিশের দ্বারস্থ হন রাখি। এফআইআর দায়ের হয় আদিলের বিরুদ্ধে।

advertisement

আরও পড়ুন: সকালে ট্যাক্সি চালিয়ে রোজগার, বিকেলে নাটকের মহড়া, রাজেশের জীবন যেন চিত্রনাট্য!

আরও পড়ুন: পার বাংলার গায়ক ইমরানের কন্ঠে নতুন গান! অভিনয়ে এপারের 'চমক' বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা

জানা যায়,  মঙ্গলবার রাখির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আদিল। সেখান থেকেই নাকি পুলিশ গ্রেফতার করে তাঁকে। আপাতত ওশিওয়ারা পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হবে আদিলকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কয়েক দিন আগেই প্রয়াত হয়েছেন রাখির মা জয়া ভেদা। অভিনেত্রীর অভিযোগ, আদিলের জন্যই মারা গিয়েছেন তাঁর মা। জয়ার চিকিৎসার জন্য নাকি অর্থ দিতে চাননি আদিল। আর সেই কারণেই নাকি মাকে হারিয়েছেন অভিনেত্রী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Adil Durrani Arrested: আদিলের জন্যই নাকি মারা গিয়েছেন তাঁর মা! কলহের পরেই গ্রেফতার রাখির স্বামী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল