দিন কয়েক আগেই স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন রাখি। বিয়ের কয়েক দিনের মধ্যেই রাখি-আদিলের সম্পর্কে ফাটল ধরে। দাম্পত্য কলহ নিয়ে নেটমাধ্যমেও বুক চাপড়ে কান্না জুড়েছিলেন অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং শারীরিক অত্যাচারের অভিযোগও আনেন তিনি। রাখির দাবি, তাঁর মায়ের গয়না এবং ৪ লক্ষ নগদ নিয়ে চম্পট দিয়েছেন স্বামী। অবশেষে পুলিশের দ্বারস্থ হন রাখি। এফআইআর দায়ের হয় আদিলের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন: সকালে ট্যাক্সি চালিয়ে রোজগার, বিকেলে নাটকের মহড়া, রাজেশের জীবন যেন চিত্রনাট্য!
আরও পড়ুন: পার বাংলার গায়ক ইমরানের কন্ঠে নতুন গান! অভিনয়ে এপারের 'চমক' বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা
জানা যায়, মঙ্গলবার রাখির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আদিল। সেখান থেকেই নাকি পুলিশ গ্রেফতার করে তাঁকে। আপাতত ওশিওয়ারা পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হবে আদিলকে।
কয়েক দিন আগেই প্রয়াত হয়েছেন রাখির মা জয়া ভেদা। অভিনেত্রীর অভিযোগ, আদিলের জন্যই মারা গিয়েছেন তাঁর মা। জয়ার চিকিৎসার জন্য নাকি অর্থ দিতে চাননি আদিল। আর সেই কারণেই নাকি মাকে হারিয়েছেন অভিনেত্রী।