ফের বুধবার লরেন্সের কাছ থেকে মৃত্যুর হুমকি পেলেন ভাইজান৷ এবার শুধু সলমন খান নয়, বরং কন্ট্রোভার্সি কুইন রাখি সাওয়ান্তের কাছেও এসেছে হুমকি মেল৷ জানা গিয়েছে, যিনি সবর্দা নিজেকে ভাইজানের ভক্ত হিসেবে নিজেকে মেনে এসেছেন, তাকে এবার এই বিষয়টি থেকে দূরে থাকতে বলা হয়েছে৷ প্রসঙ্গত,সলমনের পক্ষ থেকে গ্যাংস্টারদের কাছে ক্ষমা চাওয়ার কয়েক ঘন্টা পরেই এই হুমকি আসে৷ কী লিখেছিলেন রাখি ইনস্টাগ্রাম স্টোরিতে? রাখি সাওয়ান্ত লিখেছিলেন- 'মেরে ভাই সলমনের উপর খারাপ নজর দিও না৷ আমি বলছি সলমন খান খুব ভাল একজন মানুষ৷ তিনি একজন কিংবদন্তি৷ সলমন ভাইয়ের জন্য প্রার্থনা করো৷ উনি মানুষের জন্য কত কী করেন৷ আমি এটাই চাই সলমন ভাইয়ের শত্রুদের চোখ খারাপ হয়ে যাক৷ স্মৃতিশক্তিও যেন নষ্ট হয়ে যাক৷ আমি আল্লার কাছে প্রার্থনা করব যাতে কেউ যেন সলমন ভাইয়ের ক্ষতি না করার চেষ্টা করে৷ তবে রাখি থেমে থাকার পাত্র নন'৷
advertisement
আরও পড়ুন-ক্যামেরার সামনেই বদলে যাচ্ছে রং-বেরঙের পোশাক, দর্শনার ভিডিও দেখতে হামলে পড়লেন ভক্তরা, আপনি দেখেছেন
আরও পড়ুন-ভয়ঙ্কর গরমে নাজেহাল! শেষমেষ অতিষ্ঠ হয়ে লেকে জঙ্গল বানানোর প্রস্তাব লোপামুদ্রার,কাকে দিলেন জানেন
রাখি পাপারাৎজির সামনে এসে মেলটি পড়ে শোনান৷ যেখানে লেখা রয়েছে, 'রাখি তোর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই৷ তুই আর সলমনের বিষয়ে ঢুকিস না৷ নয়তো তোর অনেক বড় সমস্যা হয়ে যাবে৷ আর এটাও জেনে রাখ, তোর ভাই সলমনকে মুম্বইতেই মারব৷ ও যতই নিরাপত্তা বাড়িয়ে নিক না কেন'৷ সলমন খানকে নিয়ে দিনদিন চিন্তা বেড়েই চলেছে। কারণ বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। অন্য কায়দায় ভাইজানকে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার পর থেকেই রাতারাতি সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারপর থেকেই সলমন খানকে নিয়ে জোরদার চিন্তা বাড়ছে।