TRENDING:

Rakhi Sawant Cries: হাউ হাউ করে কাঁদছেন রাখি সাওয়ান্ত, খেতে-শুতে পারছেন না! দায়ী আদিল খান?

Last Updated:

কেঁদে ভাসাচ্ছেন রাখি সাওয়ান্ত। সেই ভিডিও আপাতত নজর কেড়েছে নেটিজেনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাখি সাওয়ান্তের বিয়ের ছবি। আদিলের সঙ্গে খুবই সাধারণ ভাবে কোর্ট ম্যারেজের ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। নিজেদের বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল। কিন্তু তারপরেই গল্পে টুইস্ট। আদিল খান এই বিয়ে মানতে নারাজ। আর তার জেরে কেঁদে ভাসাচ্ছেন রাখি সাওয়ান্ত। সেই ভিডিও আপাতত নজর কেড়েছে নেটিজেনের।
রাখি সাওয়ান্ত ও আদিল খান দুরানি
রাখি সাওয়ান্ত ও আদিল খান দুরানি
advertisement

বলি তারকার বিয়ের কিছু ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে তোলপাড়। বিয়ের ছবিতে দেখা গিয়েছে, ম্যারেজ সার্টিফিকেটে রাখি সাওয়ান্তের নামের জায়গায় লেখা রাখি সাওয়ান্ত ফতিমা। তবে কি প্রেমিক আদিল খান দুরানিকে বিয়ের পর নিজের নাম বদলে নিলেন তারকা? চুপিসারে বিয়ে সেরেছেন রাখি-আদিল। রেজিস্ট্রারের অফিসের কিছু ছবি পোস্ট করেছিলেন রাখি। কোথাও দেখা যাচ্ছে, রেজিস্ট্রি পেপারে সই করছেন যুগল, কোথাও একে অপরের গলায় মালা পরাচ্ছেন।

advertisement

আরও পড়ুন: অবশেষে সামনে এল ছবি, আদিল খানকে বিয়ে করার দাবি রাখি সাওয়ান্তের!

বিগ বস মারাঠি ৪-এর পর রাখিকে প্রথম আদিলের সঙ্গেই প্রকাশ্যে দেখা গিয়েছিল। রীতেশের সঙ্গে ব্রেক-আপের পরই আদিলের সঙ্গে প্রেম শুরু করেন রাখি সাওয়ান্ত। মাইসোরের ব্যবসায়ী আদিল খান দুরানি। কিন্তু আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু সে কথা প্রকাশ্যে আনেননি কেউই। সূত্রের খবর, প্রায় ৭ মাস আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। এরই মাঝে আদিলকে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিয়ের কথা অস্বীকার করেন। মনে করা হয়, নিজের পরিবারের চাপে মুখ খুলতে রাজি নন। যদিও দু'দিন আগে রাখি ছবিগুলি পোস্ট করে লিখেছেন, 'অবশেষে, আমি খুব খুশি এবং উত্তেজিত। বিয়ে করেছি। আমার প্রেম তোমার জন্য চিরকাল শর্তহীন থাকবে আদিল।'

advertisement

আরও পড়ুন: কোথাও বৃষ্টি-কোথাও তুষারপাত, কলকাতাতেও শীতের নয়া রেকর্ড! আবহাওয়ার বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার আদিল এই বিয়ে না মেনে নেওয়া, অন্যদিকে অসুস্থ মা জয়া সাওয়ান্তের এই বিয়ে জেনে যাওয়া নিয়ে আতঙ্কিত রাখি ক্যামেরার সামনে কাঁদতে থাকেন। তিনি জানান, চিন্তায় খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না। তবে তাঁর আশা, আদিল ঠিক বুঝবেন তাঁর মনের কথা, মেনে নেবেন এই বিয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant Cries: হাউ হাউ করে কাঁদছেন রাখি সাওয়ান্ত, খেতে-শুতে পারছেন না! দায়ী আদিল খান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল