অবশেষে সামনে এল ছবি, আদিল খানকে বিয়ে করার দাবি রাখি সাওয়ান্তের!

Last Updated:

একাধিক পুরুষের নাম সামনে এসেছে। কিন্তু বিয়ের ছবি কোনওদিন প্রকাশ্যে আসেনি রাখির। অবশেষে বুধবার রাখি সাওয়ান্তের বিয়ের ছবি প্রকাশ্যে এল।

রাখি সাওয়ান্তের বিয়ের ভাইরাল ছবি
রাখি সাওয়ান্তের বিয়ের ভাইরাল ছবি
#মুম্বই: বিগ বস-এ জনপ্রিয়তার পাশাপাশি বলিউডে বেশি কয়েকটি আইটেম নম্বরে নাচ করেছেন রাখি সাওয়ান্ত। তবে তাঁর নামের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে বিতর্ক ও নাটক শব্দগুলি। একাধিকবার তাঁর বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। একাধিক পুরুষের নাম সামনে এসেছে। কিন্তু বিয়ের ছবি কোনওদিন প্রকাশ্যে আসেনি রাখির। অবশেষে বুধবার রাখি সাওয়ান্তের বিয়ের ছবি প্রকাশ্যে এল।
দীর্ঘদিন ধরে নিজেকে আদিল খান দুরানির প্রেমিকা বলে দাবি করে এসেছেন রাখি। পরবর্তীতে জানিয়েছেন যে, আদিলকে তিনি বিয়ে করেছেন। আদিলের সঙ্গে খুবই সাধারণ ভাবে কোর্ট ম্যারেজের ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। যদিও রাখি নিজে এই ছবিগুলি শেয়ার করেননি। নিজেদের বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল।
advertisement
advertisement
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 

A post shared by ETimes TV (@etimes_tv)

advertisement
advertisement
আরও পড়ুন: ঘুরে ঘুরে সবুজ অভিযান, বারুইপুরে রাজু মোল্লার এই টোটো কখনও দেখেছেন?
ছবিতে দেখা গিয়েছে গলায় রয়েছে বরমালা। আরেকটি ছবিতে দেখা গিয়েছে সই করছেন রাখি। পরনে লাল সালোয়ার কামিজ। বিগ বস মারাঠি ৪-এর পর রাখিকে প্রথম আদিলের সঙ্গেই প্রকাশ্যে দেখা গিয়েছিল। রীতেশের সঙ্গে ব্রেক-আপের পরই আদিলের সঙ্গে ডেটিং শুরু করেন রাখি সাওয়ান্ত। মাইসোরের ব্যবসায়ী আদিল খান দুরানি।
advertisement
সোমবার রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে খবর দেন মা জয়া সাওয়ান্তের হাসপাতালে ভর্তি হওয়ার। তিনি জানান, মায়ের ব্রেন টিউমার ও ক্যানসার ধরা পড়েছে। সবেমাত্র বিগ বস মারাঠির ঘর থেকে বেরিয়ে এসেছেন তিনি। আর তখনই পান এই খবর। ভিডিওতে হাউহাউ করে কাঁদতে দেখা গেল রাখিকে। সকলের কাছে তিনি অনুরোধ রাখলেন তাঁর মায়ের হয়ে প্রার্থনা করার।
বাংলা খবর/ খবর/বিনোদন/
অবশেষে সামনে এল ছবি, আদিল খানকে বিয়ে করার দাবি রাখি সাওয়ান্তের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement