TRENDING:

Raju Srivastav Update: অত্যন্ত সঙ্কটজনক রাজু শ্রীবাস্তব, রয়েছেন ভেন্টিলেশনে! প্রার্থনা করছেন ভক্তরা

Last Updated:

রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷ এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে কৌতূক শিল্পীকে৷ এ দিন সকালেই জিমে ওয়ার্ক আউট করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু৷ সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লি এইমস-এ নিয়ে গিয়ে ভর্তি করা হয়৷ জরুরি ভিত্তিতে তাঁর হৃদযন্ত্রে দু'টি স্টেন্ট বসান চিকিৎসকরা৷ কিন্তু তার পরেও শিল্পীর শারীরিক অবস্থায় সেভাবে উন্নতি দেখা যায়নি৷
সুস্থ হয়ে উঠুন রাজু, প্রার্থনা ভক্তদের৷
সুস্থ হয়ে উঠুন রাজু, প্রার্থনা ভক্তদের৷
advertisement

সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও৷ সবার মুখে হাসি ফোটানো রাজু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর ভক্তরা৷

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক

advertisement

রাজু শ্রীবাস্তবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অনন্য গুপ্ত জানিয়েেছন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে৷ কিন্তু রাজু শ্রীবাস্তবের রক্তচাপ খুবই কম৷ ফলে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই চিকিৎসক৷

সেরা ভিডিও

আরও দেখুন
পাট থেকে হাতে আসবে মোটা টাকা, ঘরে বসে এবার আয় করবেন পুরুলিয়ার মহিলারা
আরও দেখুন

চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত অ্যঞ্জিওপ্লাস্টি করার পরে এই ধরনের রোগীদের শারীরিক অবস্থার উন্নতি হয়৷ তাঁদের সাধারণ ওয়ার্ডেও দিয়ে দেওয়া হয়৷ কিন্তু রাজুর ক্ষেত্রে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না৷ নিজে থেকে শ্বাস প্রশ্বাসও নিতে পারছেন না অভিনেতা৷ সেই কারণে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raju Srivastav Update: অত্যন্ত সঙ্কটজনক রাজু শ্রীবাস্তব, রয়েছেন ভেন্টিলেশনে! প্রার্থনা করছেন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল