TRENDING:

Raju Srivastav Update: অত্যন্ত সঙ্কটজনক রাজু শ্রীবাস্তব, রয়েছেন ভেন্টিলেশনে! প্রার্থনা করছেন ভক্তরা

Last Updated:

রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷ এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে কৌতূক শিল্পীকে৷ এ দিন সকালেই জিমে ওয়ার্ক আউট করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু৷ সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লি এইমস-এ নিয়ে গিয়ে ভর্তি করা হয়৷ জরুরি ভিত্তিতে তাঁর হৃদযন্ত্রে দু'টি স্টেন্ট বসান চিকিৎসকরা৷ কিন্তু তার পরেও শিল্পীর শারীরিক অবস্থায় সেভাবে উন্নতি দেখা যায়নি৷
সুস্থ হয়ে উঠুন রাজু, প্রার্থনা ভক্তদের৷
সুস্থ হয়ে উঠুন রাজু, প্রার্থনা ভক্তদের৷
advertisement

সূত্রের খবর, রাজু শ্রীবাস্তবের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাসপাতালেই রয়েছেন তাঁর স্ত্রী৷ হাসপাতালে আসতে শুরু করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও৷ সবার মুখে হাসি ফোটানো রাজু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর ভক্তরা৷

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক

advertisement

রাজু শ্রীবাস্তবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অনন্য গুপ্ত জানিয়েেছন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে৷ কিন্তু রাজু শ্রীবাস্তবের রক্তচাপ খুবই কম৷ ফলে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই চিকিৎসক৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর দিন দিঘার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো, প্রদীপে-প্রদীপে প্রজ্বলিত মন্দির চত্বর
আরও দেখুন

চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত অ্যঞ্জিওপ্লাস্টি করার পরে এই ধরনের রোগীদের শারীরিক অবস্থার উন্নতি হয়৷ তাঁদের সাধারণ ওয়ার্ডেও দিয়ে দেওয়া হয়৷ কিন্তু রাজুর ক্ষেত্রে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না৷ নিজে থেকে শ্বাস প্রশ্বাসও নিতে পারছেন না অভিনেতা৷ সেই কারণে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raju Srivastav Update: অত্যন্ত সঙ্কটজনক রাজু শ্রীবাস্তব, রয়েছেন ভেন্টিলেশনে! প্রার্থনা করছেন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল