শুধু সিনেমা কিংবা অভিনয় নয়, রজনীকান্তের জীবনও অনেকের কাছেই অনুপ্রেরণা। নিজের জীবন নিয়ে বরাবরই খোলাখুলি আলোচনা করেন রজনীকান্ত। এবারও এক সাক্ষাৎকারে তাঁর মদের নেশা নিয়ে নিজেই বললেন তিনি৷ রজনীকান্তের কথায়,‘‘ যদি আমার জীবনে মদ না থাকতো তাহলে অনেক আমি সমাজের আরও ভাল কাজ করতে পারতাম৷ অ্যালকোহল আমার জীবনের সবচেয়ে বড় ভুল৷ আমি বলছি না যে মদ একেবারেই খাবেন না৷ কিন্তু প্রতিদিন খাওয়া মোটেই উচিত নয়৷ শরীরের সঙ্গে সঙ্গে এটি মনেরও ক্ষতি করে৷’’
advertisement
অবশ্য এই প্রথমবার নয়৷ এর আগেও নিজের অ্যালকোহল আসক্তির কথা অকপটে স্বীকার করেছেন রজনীকান্ত৷ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘‘যখন আমি কন্ডাক্টর ছিলাম তখন প্রতিদিন মদ খেতাম৷ প্রচুর সিগারেট খেতাম৷ আমার দিন শুরু হত আমিষ খাওয়ার দিয়ে৷ সারাদিনে অন্তত দু’বার কোনও না কোনও আমিষ খাবার খেতাম আমি৷ নিরামিশাষীদের দেখে আমার করুনা হত৷ কিন্তু এই তিনটি জিনিস শরীরের পক্ষে ভয়ঙ্কর৷’’
আরও পড়ুন: বিশ্বের ৫ম বৃহৎ হীরে তমান্নার হাতে! দাম শুনলে অবাক হবেন, কে উপহার দিলেন তাঁকে?
তবে রজনীকান্তের জীবনে বহু পরিবর্তন নিয়ে আসেন তাঁর স্ত্রী৷ ভালবাসা দিয়ে তাঁর অগোছালো জীবনকে গুছিয়ে দেন স্ত্রী লতা৷ নিজের ৫০তম জন্মদিনে একটি জনপ্রিয় তামিল অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রজনীকান্ত৷ সেখানে তিনি বলেন যিনি তাঁর সঙ্গে তাঁর স্ত্রী লতার আলাপ করিয়ে দিয়েছিলেন তাঁর কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন৷ মদ, সিগারেট এবং আমিষ খাবার বেশি খেলে ৬০ বছর বয়সের পরে সুস্থ জীবন কাটানো সম্ভব নয়৷ এমনটাই মত সুপারস্টার রজনীকান্তের৷