TRENDING:

Rajnikanth: ‘মদ আমার জীবনের সবচেয়ে বড় ভুল, মদের নেশা না থাকলে আমি...’ নেশা নিয়ে অকপট রজনীকান্ত

Last Updated:

সুপারস্টারেরও যে নেশার বদ অভ্যেস আছে তা জানেন কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই রজনীকান্ত স্বীকার করলেন সেই কথা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাসের কন্ডাক্টর হিসেবে নিজের জীবন শুরু করেছিলেন তিনি। পরে রুপালী পর্দায় পা রেখে হয়ে ওঠেন সুপারস্টার। রজনীকান্তের জীবন, তাঁর উত্থান যেন রূপকথার মতো। দক্ষিণের ‘থালাইভা’ গোটা দেশের অন‍্যতম আইকন। তাঁর প্রতিটি ছবির জন‍্য সকলের থাকে অধীর অপেক্ষা। বলিউডের তাবড় তাবড় নায়কদের ভিড়ে রজনীকান্ত আজও তাঁর ক‍্যারিশমা স্বমহিমায় বজায় রেখেছেন। তবে এ হেন সুপারস্টারেরও যে নেশার বদ অভ্যেস আছে তা জানেন কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই রজনীকান্ত স্বীকার করলেন সেই কথা৷
‘মদ আমার জীবনের সবচেয়ে বড় ভুল, মদের নেশা না থাকলে আমি...’ নেশা নিয়ে অকপট রজনীকান্ত
‘মদ আমার জীবনের সবচেয়ে বড় ভুল, মদের নেশা না থাকলে আমি...’ নেশা নিয়ে অকপট রজনীকান্ত
advertisement

শুধু সিনেমা কিংবা অভিনয় নয়, রজনীকান্তের জীবনও অনেকের কাছেই অনুপ্রেরণা। নিজের জীবন নিয়ে বরাবরই খোলাখুলি আলোচনা করেন রজনীকান্ত। এবারও এক সাক্ষাৎকারে তাঁর মদের নেশা নিয়ে নিজেই বললেন তিনি৷ রজনীকান্তের কথায়,‘‘ যদি আমার জীবনে মদ না থাকতো তাহলে অনেক আমি সমাজের আরও ভাল কাজ করতে পারতাম৷ অ্যালকোহল আমার জীবনের সবচেয়ে বড় ভুল৷ আমি বলছি না যে মদ একেবারেই খাবেন না৷ কিন্তু প্রতিদিন খাওয়া মোটেই উচিত নয়৷ শরীরের সঙ্গে সঙ্গে এটি মনেরও ক্ষতি করে৷’’

advertisement

অবশ্য এই প্রথমবার নয়৷ এর আগেও নিজের অ্যালকোহল আসক্তির কথা অকপটে স্বীকার করেছেন রজনীকান্ত৷ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘‘যখন আমি কন্ডাক্টর ছিলাম তখন প্রতিদিন মদ খেতাম৷ প্রচুর সিগারেট খেতাম৷ আমার দিন শুরু হত আমিষ খাওয়ার দিয়ে৷ সারাদিনে অন্তত দু’বার কোনও না কোনও আমিষ খাবার খেতাম আমি৷ নিরামিশাষীদের দেখে আমার করুনা হত৷ কিন্তু এই তিনটি জিনিস শরীরের পক্ষে ভয়ঙ্কর৷’’

advertisement

আরও পড়ুন: বিশ্বের ৫ম বৃহৎ হীরে তমান্নার হাতে! দাম শুনলে অবাক হবেন, কে উপহার দিলেন তাঁকে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে রজনীকান্তের জীবনে বহু পরিবর্তন নিয়ে আসেন তাঁর স্ত্রী৷ ভালবাসা দিয়ে তাঁর অগোছালো জীবনকে গুছিয়ে দেন স্ত্রী লতা৷ নিজের ৫০তম জন্মদিনে একটি জনপ্রিয় তামিল অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রজনীকান্ত৷ সেখানে তিনি বলেন যিনি তাঁর সঙ্গে তাঁর স্ত্রী লতার আলাপ করিয়ে দিয়েছিলেন তাঁর কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন৷ মদ, সিগারেট এবং আমিষ খাবার বেশি খেলে ৬০ বছর বয়সের পরে সুস্থ জীবন কাটানো সম্ভব নয়৷ এমনটাই মত সুপারস্টার রজনীকান্তের৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajnikanth: ‘মদ আমার জীবনের সবচেয়ে বড় ভুল, মদের নেশা না থাকলে আমি...’ নেশা নিয়ে অকপট রজনীকান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল