পত্রলেখাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভূমি পেডনেকর, অর্চনা পূরণ সিং-রাও। ভূমি লিখেছেন, 'হ্যারি বার্থডে সুন্দরী'। অর্চনাও পত্রলেখাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগে ভ্যালেন্টাইন্স ডে-তে নিজেদের বিয়ের পুরনো ছবি শেয়ার করেছিলেন রাজকুমার। সেখানে তিিন অপূর্ব ক্যাপশন দিয়ে মন জয় করেছিলেন ভক্তদের। লিখেছিলেন, 'পত্রলেখা, আজ-কাল-চিরদিনের'। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবিটি।
advertisement
আরও পড়ুন: রোজ কি একই ধরনের ডাল খাচ্ছেন? এই নিয়মে ডাল খেলে তবেই মিলবে পুষ্টি, নয়তো...
আরও পড়ুন: বছরের সেরা ছবি 'পুষ্পা', সম্মানিত আশা পারেখ! দাদাসাহেব পেলেন আর কারা?
গত বছরের নভেম্বরেই একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন রাজকুমার রাও ও পত্রলেখা। নিউ চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখভিলাসে বিয়ের আসর বসেছিল রাজকুমার ও পত্রলেখার। বিয়েতে উপস্থিত ছিলেন একদম ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনেরা। বিয়ের আসর থেকে বহু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিয়ে সেরে মুম্বইতে ফেরেন রাজকুমার ও পত্রলেখা। বিমানবন্দরেও নবদম্পতিকে দেখে ছবি শিকার করতে ভোলেননি পাপারাৎজিরা। ভাইরাল হয়েছিল সেই ছবিও।
শিলঙের প্রবাসী বাঙালি পত্রলেখা পালের বলিউডের ছবিতে আত্মপ্রকাশ রাজকুমার রাওয়ের বিপরীতেই৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটিলাইটস’-এ তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছিল৷ এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লভ গেমস’, ‘বদনাম গলি’, ‘নানু কি জানু’-সহ কিছু ছবিতে৷ তবে ছবিতে নয়, বাঙালিনীকে এক বিজ্ঞাপনে দেখে রাজকুমার মুগ্ধ হয়েছিলেন৷ ‘নিউটন’, ‘আলিগড়’, ‘লভ সেক্স অউর ধোকা’-র অভিনেতা তখনই তাঁকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন৷