সাম্প্রতিক, এক সাক্ষাৎকারে রাজীব জানান, ওয়েব সিরিজে যাতে তিনি কাজ করতে পারেন, তার জন্য কপিল শর্মা নিজের আমেরিকা সফর স্থগিত রেখেছিলেন। সেই কারণে কমেডি কিং কপিলকে ধন্যবাদও জানান তিনি।
advertisement
ইন্ডিয়া টুডের কাছে রাজীব জানায়, “সমস্ত ধন্যবাদ কপিলেরই প্রাপ্য, কারণ ওঁর জন্যই ওই শো করতে পেরেছি আমি। গত বছর জুনে সিরিজের টিম আমার ডেটের কথা জানতে চেয়েছিল। এদিকে ওই সময়টায় কপিলের সঙ্গে আমেরিকা সফরের বিষয়টা আগে থেকেই ঠিক ছিল। যার ফলে আমি না বলারই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সবটা জানার পর কপিল ওই সিরিজের কাজ হাতে নেওয়ার জন্য আমায় উৎসাহিত করেছিলেন।”
রাজীব জানান কপিল তাকে বলেন, “তুই সিরিজ কর। আমরা শো পিছিয়ে দেব। যার ফলে আমাদের শো জুলাই অবধি স্থগিত রাখা ছিল। যেহেতু আমি আগে থেকেই ওঁকে কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই আমায় সিরিজটাই প্রত্যাখ্যান করতে হত। কিন্তু উনি জোর করেছিলেন। আর এর জন্য আমি ওঁর প্রতি কৃতজ্ঞ। আর এটাই তো একজন প্রকৃত বন্ধু করেন। তা-ই নয় কি?”
শুধু কপিলেরই নয়, তাঁর শোয়ের সমস্ত কলাকুশলীই একে অপরকে উৎসাহ জোগান। এমনকী তাঁর সিরিজ দেখার পরে অর্চনা পূরণ সিংয়ের কী প্রতিক্রিয়া ছিল, সেটা জানাতে গিয়ে রাজীব বলেন, “অর্চনাজি খুূব আনন্দ পেয়েছেন। বলেছেন, ‘আমি না কি এই কৃতিত্ব অনেক দেরিতে পেলাম’। যখন উনি সিরিজটি দেখেছিলেন, তখন আমাদের বিষয়ে একটা দীর্ঘ পোস্টও লিখেছিলেন।’’
তিনি জানান কপিল শর্মা একটা শ্যুটের পর গভীর রাতে ওই সিরিজ দেখেছিলেন। তার সঙ্গে সঙ্গে অনুভব স্যারকে মেসেজ করেছিলেন।