TRENDING:

পায়ে আলতা, হাতে মেহেন্দি, আজই রাজের সঙ্গে বাঁধা পড়ছেন শুভশ্রী

Last Updated:

আজ বিয়ের পর ১৩ মে আরবানা ক্লাব হাউজে রয়েছে গ্র্যান্ড রিসেপশন পার্টি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এনগেজমেন্ট, রেজিস্ট্রি, ককটেল নাইট, আইবুড়ো ভাত, মেহেন্দির পর আজ অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজ-শুভশ্রী । কাল থেকেই দুই পরিবার রয়েছে দঃ২৪ পরগণার বাওয়ালি রাজবাড়িতে । সেখানেই আজ সন্ধেয় চার হাত এক হবে রাজ-শুভশ্রীর ।
advertisement

কাল সকালে আইবুড়ো ভাতের পর সন্ধেবেলায় ছিল মেহেন্দির পার্টি । সকালে সোনালি জরি বুটি অফ হোয়াইট তসর, লাল ব্লাউজ আর সোনার গয়নায় একেবারে সাবেকি বাঙালি সাজে সাজলেও সন্ধেবেলায় ট্রেন্ড মেনে গোল্ডেন গাউন পরেছিলেন শুভশ্রী । কানে ভারী দুল ।

আরও পড়ুন: বিয়ের আগে আলতা পরছেন শুভশ্রী, ভাইরাল ভিডিও

advertisement

মেহেন্দির পর পার্টিতে নাচতেও দেখা যায় দুজনকে । আইবুড়ো ভাত, আলতা পরা, মেহেন্দি সব আচারের ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ-শুভশ্রী ।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

আজ বিয়ের পর ১৩ মে আরবানা ক্লাব হাউজে রয়েছে গ্র্যান্ড রিসেপশন পার্টি ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
পায়ে আলতা, হাতে মেহেন্দি, আজই রাজের সঙ্গে বাঁধা পড়ছেন শুভশ্রী