আজ রাজ ও শুভশ্রীর ‘অষ্টমঙ্গলা’৷ সেজে উঠেছে বর্ধমানের বাজেপ্রতাপপুরের বাড়িটা ৷ যদিও শোনা যাচ্ছে, বর্ধমানের জাতীয় সড়কের পাশে একটি হোটেলে হবে একটি রিসেপশন পার্টি ৷ আসলে শুভশ্রীর বড় হয়ে ওঠা এই বর্ধমানেই ৷ এখানে রয়েছেন প্রচুর আত্মীয়-স্বজন , বন্ধু-বান্ধব ৷ এঁদের মধ্যে অনেকেই শুভশ্রীর বিয়ে এবং রিসেপশনে হাজির ছিলেন না ৷ তাঁদের জন্যই একটি বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে ৷ থাকছে বিশাল খানা-পিনার ব্যাপক বন্দোবস্ত ৷ তাঁর আগে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অষ্টমঙ্গলার অনুষ্ঠান ৷ ‘রাজশ্রী’এসেছেন বর্ধমানের বাড়িতে জোড় খুলতে ৷ সেই অষ্টমঙ্গলার বিভিন্ন মুহূর্তের ভিডিও শেয়ার হল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
দেখুন সেই ভিডিও
যেখানে দেখা যাচ্ছে, নিয়ম করে বিভিন্ন স্ত্রী আচার মানছেন এই নবদম্পতি ৷ আর রাজের হাতের জোড় খুলে দিচ্ছে শুভশ্রী নিজেই ৷
advertisement
Location :
First Published :
May 18, 2018 5:09 PM IST