TRENDING:

নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের কাছে পৌঁছল খাবার, উদ্যোগে সামিল রাজ চক্রবর্তী

Last Updated:

ব্যারাকপুরের নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হল খাবার ৷ এক বেসরকারি সংস্থার এই উদ্যোগে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraorty) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ব্যারাকপুরের নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হল খাবার ৷ এক বেসরকারি সংস্থার এই উদ্যোগে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraorty) ৷ তারকা বিধায়কের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে কর্মসূচির ছবি ৷
advertisement

প্রসঙ্গত ব্যারাকপুরের বিভিন্ন সমস্যায় জনপ্রতিনিধি রাজের উপস্থিতি এখন নেটমাধ্যমে বহু চর্চিত ৷ সম্প্রতি তিনি দেখা করেছেন প্রয়াত সাহিত্যি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ ব্যারাকপুরে স্টেশন রোডে তাঁদের বসতবাড়ি নিয়ে গত কয়েক মাস ধরেই সমস্যার শিকার বন্দ্যোপাধ্যায় পরিবার ৷ অভিযোগ, বাড়ির পাশে পুরসভার শপিং মল এবং বহুতল নির্মাণের ফলে তাঁদের বাড়ির প্রচুর ক্ষতিসাধন হয়েছে ৷ ইতিমধ্যেই পুরসভার তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ সমস্যার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে বিধায়ক রাজও ৷

advertisement

কিছুদিন আগেই রাজের তরফে সাহায্য পৌঁছে গিয়েছে কর্মহীন অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছেও ৷ লকডাউনে কাজের অভাবে আর্থিক সঙ্কটে পড়েছিলেন সুব্রত ৷ সংবাদমাধ্যমে তাঁর কথা জেনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যোগাযোগসূত্র বার করেন বিধায়ক ৷ গিরিশ পার্কে ভবঘুরে বেহালাবাদক ভগবান মালির কাছেও সাহায্য পৌঁছে দেন তিনি ৷ লকডাউন ও অতিমারি আবহে এবং পরবর্তীতে ইয়াসতাণ্ডবেও নিজের নির্বাচন কেন্দ্রে কোমর বেঁধে ত্রাণে সামিল হয়েছেন রাজ চক্রবর্তী৷

advertisement

নিখরচায় খাবার বিতরণ, ‘মা কিচেন’-এর সূত্রপাত, রক্তদান শিবিরের উদ্বোধন, রেশন সামগ্রী বিলি, বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি ৷ পাশাপাশি, তাঁর সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেও সমস্যা থেকে রেহাই পেয়েছেন এলাকাবাসীও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ব্যারাকপুরের মতো কঠিন আসনে বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লাকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি ৷ তার উপর, নির্বাচনোত্তর পরিস্থিতিতে সক্রিয় জননেতার ভূমিকাও পালন করেছেন ৷ কাজের ফলশ্রুতিও রাজ পেলেন ৷ তৃণমূলের সাংস্কৃতিক সেলের দায়িত্ব অর্পণ করা হয়েছে তাঁকে ৷ তারকা বিধায়কের জনপ্রিয়তা ও দায়িত্বভারের পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের কাছে পৌঁছল খাবার, উদ্যোগে সামিল রাজ চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল