গোটা বাংলার মানুষ এখন ঘরবন্দি ৷ রাস্তায় বের হলেই মুখে মাস্ক ৷ এতদিনের অভ্যস্ত জীবন যেন অনেকটাই পাল্টে গেছে৷ তবে পাল্টে যায়নি বাংলার মানুষের মন ৷ আর সেই মনের কথা জানিয়েই পরিচালক রাজ চক্রবর্তী এক ঝাঁক টলিস্টারদের নিয়ে তৈরি করে ফেললেন একটি গানের ভিডিও৷ মূলত, করোনার বিরুদ্ধে লড়াই করা জরুরি পরিবেষার মানুষদেরকেই এই গান নিবেদন করল টলিউড ৷
advertisement
গানটিতে দেখা গিয়েছে আবির মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্তকে৷ নায়িকাদের মধ্যে রয়েছেন শুভশ্রী, শ্রাবন্তী, নুসরত, পাওলি, সায়ন্তিকা ৷ তারকারা নিজেদের ঘরে বসেই বানিয়ে ফেললেন ভিডিও৷ পরিচালনার দায়িত্বে ছিলেন রাজ চক্রবর্তী ৷ সঙ্গীত অরিন্দমের, গানের কথা প্রসেন, গাইলেন শ্বাশত সিং ও নিকিতা গান্ধি ৷
দেখুন সেই গান----