গায়ক এবং বিগ বস ১৪ (Big Boss 14)-এর ফাইনালিস্ট রাহুল বৈদ্য। এদিন লাইভ সেশনে তাঁর সঙ্গে বান্ধবী দিশা ছাড়াও যোগ দিয়েছিলেন আলি গনি (Aly Goni)। জম্মুতে আলির সঙ্গে রয়েছেন টিভি কুইন জেসমিন ভাসিনও (Jasmin Bhasin)। এই লাইভ সেশনে রাহুল, অলি, এবং দিশার সঙ্গে যোগ দেন তিনিও। ভালোবাসার মানুষের জন্য এদিন লাইভে রাহুল হঠাৎই গাইতে শোনা গেল ‘তেরা ইন্তেজার’। রাহুলের গাওয়া এই গান শুনে আবেগপ্লুত হয়ে রড়েন দিশা। তাঁদের ভক্তদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছেন, তিনি কাঁদছেন কি না, তবে দিশা স্পষ্ট করে দেন যে, তার চোখ-মুখ দেখে এইরকম মনে হলেও আসলে তিনি কাঁদছিলেন না। এটি রাহুল-দিশার ভক্তদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি মুহূর্ত ছিল।
advertisement
এই লাইভ সেশনে রাহুল, অলি, এবং দিশাকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। এছাড়া যে সমস্ত প্রোজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করেছেন, সেই কাজের অভিজ্ঞতার পাশাপাশি আগামীদিনের জন্য কী পরিকল্পনা করছেন সেই বিষয়টিও এদিন ভক্তদের সঙ্গে শেয়ার করেন তাঁরা।
অলি যখন তাঁর জয় প্রসঙ্গে জানতে চান, তখন রাহুল বলেন, তিনি তাঁর পথে সমস্ত কাজেই ভালো অভিনয় করেছেন। অনুষ্ঠানটি সম্পর্কে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে এই রিয়ালিটি শো করা ছিল অত্যন্ত কঠিন। তবে কেপটাউনে শ্যুটিং শেষ করার জন্য তিনি এবং তাঁর সহ অংশগ্রহণকারীরা ৪৫ দিনের জন্য কেপটাউনে থাকবেন।