TRENDING:

‘লিভ ইন রিলেশনে ছিলাম, আমি অত্যাচার করলে বিয়ের সিন্ধান্ত নিল কেন? প্রিয়াঙ্কাকে প্রশ্ন রাহুলের

Last Updated:

নাহ, আর চিরদিনের মতো সঙ্গী হওয়া গেল না ৷ বরং রিলের প্রেম কাব্য, রিয়েলে এসে থমকেই গেল৷ সিরিয়াল থেকে বন্ধুত্ব, সিনেমার পর্দার প্রেম থেকে এক সঙ্গে সংসার বাঁধা, যেন এক নিমেষেই হয়ে গেল ‘বর-বউ খেলা !’ সম্পর্ক ভাঙল রাহুল-প্রিয়াঙ্কার ৷ ভালোবাসা এসে দাঁড়াল আদলাত চত্বরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাহ, আর চিরদিনের মতো সঙ্গী হওয়া গেল না ৷ বরং রিলের প্রেম কাব্য, রিয়েলে এসে থমকেই গেল৷ সিরিয়াল থেকে বন্ধুত্ব, সিনেমার পর্দার প্রেম থেকে এক সঙ্গে সংসার বাঁধা, যেন এক নিমেষেই হয়ে গেল ‘বর-বউ খেলা !’ সম্পর্ক ভাঙল রাহুল-প্রিয়াঙ্কার ৷ ভালোবাসা এসে দাঁড়াল আদলাত চত্বরে ৷ লাভ লেটার আর নয়, বরং একের পর আইনি নোটিস ! আর মাঝখানে ছোট্ট সহজ !
advertisement

বুধবার দুপুর থেকেই টলিপাড়ায় গুঞ্জন, আলোচনা শুরু ৷ টেলিভিশনের পর্দায় তখন রাহুলের নামে একের পর এক অভিযোগ সামনে আনছেন ৷ ব্রেকিংয়ের হাত ধরে সামনে আসছে রাহুলের প্রতি প্রিয়াঙ্কার অভিযোগ ৷ রাহুল নাকি প্রিয়াঙ্কাকে মানসিক, শারীরিক অত্যাচার করতেন ! এমনকী, প্রিয়াঙ্কা প্রকাশ্যে রাহুলকে জানিয়ে দিলেন, ছেলে সহজের জন্য ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়ার কথা ৷ আর তা নিয়েই রাহুলের বিরুদ্ধে মামলা

advertisement

অন্যদিকে সব শুনে, সব বুঝে রাহুল কিন্তু চুপ ছিলেন না ৷ প্রিয়াঙ্কার অভিযোগের পাল্টা জবাব দিলেন তিনিও ৷ প্রিয়াঙ্কাকে ছুঁড়লেন প্রশ্ন, ‘বিয়ের সিদ্ধান্ত নিল কেন প্রিয়াঙ্কা ? আমরা তো আগে ২ বছর লিভ ইন রিলেশনে ছিলাম !’

রাহুল News18Bangla-কে জানিয়েছেন, ‘প্রিয়াঙ্কা বলছে, আমি এতদিন ধরে অত্যাচার করেছি ৷ ২ বছর ধরে তো লিভ ইন রিলশেন ছিলাম আমরা ৷ বিয়ের সিদ্ধান্ততে কেন গেল? ২০১৬ জুলাই থেকে প্রিয়াঙ্কা আলাদা থাকছে, ২০১৮তে এসে এসব মনে পড়ল? ’

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রিয়াঙ্কা আমার মায়ের উপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়েছে , পাল্টা অভিযোগ রাহুলের

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘লিভ ইন রিলেশনে ছিলাম, আমি অত্যাচার করলে বিয়ের সিন্ধান্ত নিল কেন? প্রিয়াঙ্কাকে প্রশ্ন রাহুলের