২০০৮ সালে মুক্তি পেয়েছিল রাহুল প্রিয়াঙ্কার প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’৷ জুটির পাশাপাশি পরিচালক রাজ চক্রবর্তীও তখন ছিলেন নবাগত ৷ তিনজনকেই ইন্ডাস্ট্রিতে পায়ের নীচে মজবুত জমি এনে দিতে সাহায্য করেছিল বক্সঅফিসে চূড়ান্ত সফল এই ছবি ৷ সেই ছবির একটি স্টিল ফোটোগ্রাফ ইনস্টাগ্রামে মঙ্গলবার শেয়ার করেছেল রাহুল ৷ সেখানে তিনি দরিদ্র কারিগর ‘কৃষ্ণ’ এবং প্রিয়াঙ্কা বিত্তবান বাড়ির মেয়ে পল্লবী ৷ ছবির ক্যাপশন রাহুল দিয়েছেন ‘জুটিতে দুটিতে’৷
advertisement
ব্লকবাস্টার ছবির স্মৃতি ফিরে আসায় নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তাঁদের মনের ভাব ধরা পড়েছে কমেন্ট বক্সেই ৷ তা হলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে? সে প্রশ্নও করেওছেন অনেকে ৷ কিন্তু কোনও উত্তর আসেনি নিভৃতবাসে থাকা করোনা আক্রান্ত রাহুলের তরফে ৷
প্রথম ছবির নায়িকা প্রিয়াঙ্কাকে রাহুল বিয়ে করেন ২০১০ সালে ৷ তিন বছর পরে জন্ম একমাত্র ছেলে সহজের ৷ কিন্তু তার পর ক্রমশ দূরত্ব বাড়তেই থাকে দু’জনের ৷ ছেলেকে নিয়ে রাহুলকে ছেড়ে চলে যান প্রিয়াঙ্কা ৷ বর্তমানে তাঁদের বিচ্ছেদের মামলা চলছে ৷ সহজকে প্রিয়াঙ্কা বড় করছেন সিঙ্গল মাদার হিসেবেই ৷ তবে বাবার কাছেও আসে সহজ ৷ ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলি যে তাঁর কাছে মূল্যবান, সে কথা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় রাহুলের প্রোফাইল দেখলেই ৷
রাহুল প্রিয়াঙ্কা দু’জনেই কাজ করছেন ইন্ডাস্ট্রিতে ৷ দু’জনের জীবনেই এসেছে অন্য নাম ৷ শোনা গিয়েছে নতুন সম্পর্কের গুঞ্জন ৷ এ বার ‘প্রাক্তন’-এর কাছে ফিরে যাওয়ার গুঞ্জন তৈরি করল রাহুলের ইনস্টাগ্রাম পোস্ট ৷
