TRENDING:

Rahul Arunoday Banerjee : পর্দার ছবি বাস্তবেও, জাদু কড়াইয়ে তৈরি টক ঝাল মাংসের আচার এ বার রাহুলের হাতে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বছর দুয়েক আগে ‘জাদু কড়াই’-এ অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ৷ তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল বিক্রম ৷ গল্পে তাঁর কাছে একটা কড়াই ছিল ৷ তাতে তিনি যা-ই রাঁধতেন, বাজিমাত করতেন স্বাদে ৷ সেইসঙ্গে কিছু না কিছু ম্যাজিক হতই!
advertisement

জি বাংলা অরিজিনালস-এ দেখানো হয়েছিল ছবিটি ৷ এ বার সেই পাত্রের খাবার পর্দার বাইরেও রাহুলের হাতে ৷ সে কথা সামাজিক মাধ্যমে পোস্ট করে রাহুলকে ট্যাগ করেছেন মেঘদূত রুদ্র ৷ মেঘদূতই ‘জাদু কড়াই’-এর আসল মালিক ৷ তিনিই তৈরি করেছিলেন টেলিছবিটি ৷ বিক্রমের চরিত্রটির নেপথ্য কারিগর তিনিই ৷ বাস্তবে মাংসের আচার তৈরি করে বিক্রি করেন মেঘদূত ৷ টলিউডের অনেকেই তাঁর মাংস-আচারের ভক্ত ৷ এ বার সেই টক টক ঝাল ঝাল আচার রাহুলের হাতে ৷ বোতলে ভরে পৌঁছে দিলেন মেঘদূত নিজে ৷

advertisement

সামাজিক মাধ্যমে রাহুলের প্রোফাইলে এই পোস্ট দেখে নেটিজেনদের মনে পড়ে গিয়েছে ‘জাদু কড়াই’ ছবির কথা ৷ ছবির প্রশংসা তো করেইছেন ৷ কেউ কেউ আবার মজা করে বলেছেন, ওই কড়াইয়ের উপর তাঁর বেশ লোভও ছিল ৷

পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও রাহুল খুবই জনপ্রিয় ৷ পারিবারিক পরিসরের বাইরে তিনি পোস্ট করেন বিভিন্ন সামাজিক ইস্যুতেও ৷ কিছু দিন আগেই তিনি মরণোত্তর অঙ্গদানের কথা জানিয়েছেন ৷ ফেসবুকে লিখেছিলেন, ‘জীবনে কারও তো কোনও কাজে লাগিনি’...,তার পর জানিয়েছিলেন মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়ে ৷

advertisement

বিচ্ছেদের পর একাই আছেন রাহুল এবং প্রিয়াঙ্কা ৷ দু’জনের ক্ষেত্রেই গুঞ্জরিত হয়েছে একাধিক সম্পর্কের গুঞ্জন ৷ কিন্তু কোনওটাই স্থায়ী হয়নি ৷ তাঁদের মাঝে সম্পর্কের সেতু তাঁদের একমাত্র সন্তান সহজ ৷ পাশাপাশি, বিনোদন জগতে চুটিয়ে কাজ করছেন রাহুল প্রিয়াঙ্কা, দু’জনেই ৷ তাঁদের আবার কাছাকাছি ফিরে আসার আশা অবশ্য এখনও ছাড়েননি অনুরাগীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee : পর্দার ছবি বাস্তবেও, জাদু কড়াইয়ে তৈরি টক ঝাল মাংসের আচার এ বার রাহুলের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল