বিয়ের দিন ক্রমশই কাছে চলে আসছে। উৎসবের সুরও এখন চড়ায়। গত ৮ জুলাই মুম্বইয়ে মুকেশ এবং নীতা আম্বানির বসতভিটে অ্যান্টিলিয়াতে আরও এক অনুষ্ঠান শেষ হল। পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর প্রিয়া রাধিকার গায়ে হলুদে আনন্দ করতে দেখা গিয়েছিল বহু বলিউড তারকাকেও।
সূর্যের মতো উজ্জ্বল আবার ফুলের মতো স্নিগ্ধ রাধিকার সাজের নেপথ্যে কে? জানা গিয়েছে, সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুর তাঁকে সাজিয়েছিলেন হলদিতে। পরনের হলুদ এমব্রয়ডারি করা লেহঙ্গাটি ডিজাইন করেছেন অনামিকা খান্না।
advertisement
সমসাময়িক ভারতীয় সিলুয়েটকে ব্যবহার করে এই সাজের ভাবনা। সঙ্গে ফুলের ওড়নাটির পাড় ধরে সাজানো ৯০ এর বেশি গাঁদাফুল। আর ওড়নার জমি তৈরি হয়েছে টগরফুলের কুঁড়িতে। হাজার হাজার টাটকা কুঁড়ি দিয়ে জালের মতো বোনা রাধিকার ওড়না। বানিয়েছে ফ্লোরাল আর্ট ডিজাইন স্টুডিও। সঙ্গে মানানসই ফুলের গয়নাও। কানের দুল, গলার মালা, স্ট্রিং দিয়ে সজ্জিত টপস, একটি ডাবল নেকলেস, হাতের বালা এবং অন্যান্য অলঙ্কার, সবই সাদা ধবধবে টগরফুল দিয়ে তৈরি। ফুলের সাজে হাতে একটি মোটাসোটা গাঁদার মালা নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন রাধিকা। তাঁকে দেখে নিমন্ত্রিত তারকারাও বলেছেন, “আলোকদীপ্তি!”
আরও পড়ুন: শাশুড়ি আর মা একই ফ্রেমে! অনন্ত-রাধিকার প্রাকবিবাহ আসরের বিরল মুহূর্ত প্রকাশ্যে
অনন্ত রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলি খান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বনি কাপুর, উদিত নায়ারণ, রাহুল বৈদ্য, অর্জুন কাপুর প্রমুখ অভিনয় এবং সঙ্গীতজগতের তারকারা। আগামী ১২ জুলাই চার হাত এক হতে চলেছে অনন্ত-রাধিকার।