TRENDING:

Radhika Merchants Haldi: গায়ে হলুদে রাধিকার ফুলের ওড়নায় ৯০টি গাঁদা! ক'টি টগর কুঁড়ি ছিল জানেন?

Last Updated:

Radhika Merchants Haldi Dupatta: সূর্যের মতো উজ্জ্বল আবার ফুলের মতো স্নিগ্ধ রাধিকার সাজের নেপথ্যে কে? জানা গিয়েছে, সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুর তাঁকে সাজিয়েছিলেন হলদিতে। পরনের হলুদ এমব্রয়ডারি করা লেহঙ্গাটি ডিজাইন করেছেন অনামিকা খান্না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  উজ্জ্বল হলুদ রঙের লেহঙ্গায় হাসিমুখে বসে আছেন নববধূ। ওড়না ফেলা গায়ে, সূক্ষ্ম সেই ওড়না রাশি রাশি ফুল দিয়ে তৈরি। যেন সূর্যরশ্মি, তাতে ফুলের সুরভি। সম্প্রতি গায়ে হলুদের অনুষ্ঠান থেকে রাধিকা মার্চেন্টের এমনই এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা চোখ ফেরাতে পারছেন না রাধিকার সাজ দেখে।
ফুলের ওড়নাটির পাড় ধরে সাজানো ৯০ এর বেশি গাঁদাফুল। ওড়নার জমি তৈরি হয়েছে টগরফুলের কুঁড়িতে।
ফুলের ওড়নাটির পাড় ধরে সাজানো ৯০ এর বেশি গাঁদাফুল। ওড়নার জমি তৈরি হয়েছে টগরফুলের কুঁড়িতে।
advertisement

বিয়ের দিন ক্রমশই কাছে চলে আসছে। উৎসবের সুরও এখন চড়ায়। গত ৮ জুলাই মুম্বইয়ে মুকেশ এবং নীতা আম্বানির বসতভিটে অ্যান্টিলিয়াতে আরও এক অনুষ্ঠান শেষ হল। পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর প্রিয়া রাধিকার গায়ে হলুদে আনন্দ করতে দেখা গিয়েছিল বহু বলিউড তারকাকেও।

সূর্যের মতো উজ্জ্বল আবার ফুলের মতো স্নিগ্ধ রাধিকার সাজের নেপথ্যে কে? জানা গিয়েছে, সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুর তাঁকে সাজিয়েছিলেন হলদিতে। পরনের হলুদ এমব্রয়ডারি করা লেহঙ্গাটি ডিজাইন করেছেন অনামিকা খান্না।

advertisement

সমসাময়িক ভারতীয় সিলুয়েটকে ব্যবহার করে এই সাজের ভাবনা। সঙ্গে ফুলের ওড়নাটির পাড় ধরে সাজানো ৯০ এর বেশি গাঁদাফুল। আর ওড়নার জমি তৈরি হয়েছে টগরফুলের কুঁড়িতে। হাজার হাজার টাটকা কুঁড়ি দিয়ে জালের মতো বোনা রাধিকার ওড়না। বানিয়েছে ফ্লোরাল আর্ট ডিজাইন স্টুডিও। সঙ্গে মানানসই ফুলের গয়নাও। কানের দুল, গলার মালা, স্ট্রিং দিয়ে সজ্জিত টপস, একটি ডাবল নেকলেস, হাতের বালা এবং অন্যান্য অলঙ্কার, সবই সাদা ধবধবে টগরফুল দিয়ে তৈরি। ফুলের সাজে হাতে একটি মোটাসোটা গাঁদার মালা নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন রাধিকা। তাঁকে দেখে নিমন্ত্রিত তারকারাও বলেছেন, “আলোকদীপ্তি!”

advertisement

আরও পড়ুন: শাশুড়ি আর মা একই ফ্রেমে! অনন্ত-রাধিকার প্রাকবিবাহ আসরের বিরল মুহূর্ত প্রকাশ্যে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনন্ত রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলি খান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বনি কাপুর, উদিত নায়ারণ, রাহুল বৈদ্য, অর্জুন কাপুর প্রমুখ অভিনয় এবং সঙ্গীতজগতের তারকারা। আগামী ১২ জুলাই চার হাত এক হতে চলেছে অনন্ত-রাধিকার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Radhika Merchants Haldi: গায়ে হলুদে রাধিকার ফুলের ওড়নায় ৯০টি গাঁদা! ক'টি টগর কুঁড়ি ছিল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল