বিশেষ দিনে ভারী কাজের লেহঙ্গায় সেজে উঠলেন হবু কনে। এই পোশাকটি রাধিকার জন্য বিশেষ যত্ন নিয়ে প্রস্তুত করেছেন জনপ্রিয় ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা। অপেক্ষা প্রায় ফুরিয়ে এল। এ বার মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরুর পালা। মেহেন্দির অনুষ্ঠানে নাচের মাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করলেন রাধিকা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'কলঙ্ক' ছবির গান 'ঘর মোরে পরদেশিয়া'য় নাচতে দেখা গেল তাঁকে। রাধিকার নাচের ভিডিও ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। হবু কনের উচ্ছ্বাস চাক্ষুষ করে মুগ্ধ নেটিজেনরা।
advertisement
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বাগদানের পার্টিতে হাজির বলিউড, ক্যামেরাবন্দি শাহরুখ-রণবীর-আলিয়া
আরও পড়ুন: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রেমকাহিনীর অজানা কিছু কথা...
রাধিকা একজন নৃত্যশিল্পী। বহু বছর ধরে ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। গত জুন মাসে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি তাঁদের হবু পুত্রবধূর নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এ। সেখানে নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট ভারতনাট্যম নৃত্য প্রতিভা মঞ্চে মেলে ধরেছিলেন।