TRENDING:

কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রাধিকা আপ্টে !

Last Updated:

লীনা যাদবের নতুন ছবি ‘প্রাচড’ মুক্তি পেতে চলেছে শুক্রবার ৷ কিন্তু মুক্তির আগেই এই ছবি নানা বির্তকের মুখে পড়েছে ৷ বিশেষ করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লীনা যাদবের নতুন ছবি ‘প্রাচড’ মুক্তি পেতে চলেছে শুক্রবার ৷ কিন্তু মুক্তির আগেই এই ছবি নানা বির্তকের মুখে পড়েছে ৷ বিশেষ করে এই ছবিতে অভিনেত্রী রাধিকা আপ্টের এক অর্ধনগ্ন দৃশ্য নিয়েই শুরু হয় শোরগোল ৷ তবে তা নিয়ে রাধিকা কোনওরকমই মন্তব্য করতে রাজি হননি ৷ তবে সম্প্রতি এক ওয়েবসাইট বলিউডলাইফ ডট কমের এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রাধিকা ৷
advertisement

বলিউডে কাস্টিং কাউচ ব্যাপারটা নতুন নয় ৷ এর আগে বহুবার এই নিয়ে নানারকম মন্তব্য করেছেন বলিউডের অভিনেতারা ৷ এমনকী, শেয়ার করেছেন ব্যক্তিগত অভিজ্ঞতাও ৷ আর সেই ব্যাপারেই মুখ খুললেন রাধিকা ৷

ওয়েবসাইট বলিউডলাইফকে রাধিকা জানিয়েছেন, ‘কাস্টিং কাউচের ঘটনা নতুন নয় ৷ বলিউডে উঠতি নায়িকারা প্রায় সবাই-ই এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছে৷ আমার সঙ্গে সেরকম কিছু না ঘটলেও, কিছু মানুষ ছবিতে সুযোগ দেওয়ার নাম করে ভুলভাল অফার দিয়েছেন ৷’

advertisement

রাধিকা জানান, ‘একবার আমাকে দক্ষিণী এক হিরো ফোন করে তার সঙ্গে রাতে সময় কাটাতে বলেছিল ৷ আমি তাঁকে খুব স্পষ্টই জানিয়ে দিই ৷ এ ব্যাপারে আমি একটুও স্বচ্ছন্দ্য নয় ৷ কিছু প্রযোজক, পরিচালকও এরকম করেন ৷ তাদেরকে একই কথাই বলি ৷’

কিছদিন আগে ইন্টারনেটে ফাঁস হয়েছিল অজয় দেবগণ প্রযোজিত ছবি ‘প্রাচড’-এর দুটি দৃশ্য ৷ যেখানে নগ্ন অবস্থায় দেখা গিয়েছে রাধিকাকে !

advertisement

রাধিকার সঙ্গে এরকম ঘটনা প্রথম নয়, এর আগেও অনুরাগ কাশ্যপের এক শর্ট ফিল্মের কিছু দৃশ্য, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল ৷ এমনকী, ‘বদলাপুর’, ‘অহল্যা’র কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছিল গোটা ইন্টারনেটে ৷ আর এবার ‘প্রাচড’’ ছবির দুটি দৃশ্য ইন্টারনেটে ভাইরাল ৷

রাধিকার ফিল্মি কেরিয়ার শুরু থিয়েটারের স্টেজ থেকেই ৷ তারপর মারাঠি ছবিতেও অভিনয় করতে দেখা যায় রাধিকাকে ৷ বাংলা সিনেমায় রাধিকা পা রাখেন অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘অন্তহীন’ ছবি দিয়ে ৷ দর্শকদের কাছে প্রশংসিত হয় রাধিকার অভিনয় ৷ তবে বলিউডের মেইন স্ট্রিম ছবি গুলিতে খুব একটা রাধিকাকে পাওয়া যায় না ৷ আর্ট ঘরানার ছবি গুলিতে রাধিকা বেশ জনপ্রিয় ৷

advertisement

সম্প্রতি বরুণ ধাওয়ান ও নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বদলাপুর’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি ‘কাবালি’তে আলাদা করে নজর কাড়েন রাধিকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম, সুজয় ঘোষের ‘অহল্যা’ ছবিতে অভিনয় করে বার বার বিতর্কে চলে আসেন রাধিকা আপ্টে !

বাংলা খবর/ খবর/বিনোদন/
কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রাধিকা আপ্টে !